অনলাইনে অভিনয় শেখাবেন অক্ষয় কুমার। সদ্যই সোশ্যাল সাইটে এমন খবর জানালেন তিনি। অক্ষয় নিজে যখন অভিনয়ে এসেছিলেন সেই সময় প্রথাগত অভিনয় শেখার কোনও সুযোগ ছিল না। অভিনয়ের প্রথাগত শিক্ষা না থাকলে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করা কতোটা শক্ত, তা ভালই মালুম হয়েছিল আক্কির। আর তাই এবার নতুনদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
অভিনয় কেরিয়ারের একেবারে গোড়ার দিকে বাস্তব জীবনের উদাহরণ থেকে শিখে পর্দায় অভিনয় করতেন অক্ষয়। তাতে সমস্যাও ছিল বিস্তর। নতুন প্রজন্মও সেই সমস্যার মুখে পড়ুক এমনটা মোটেই চান না আক্কি। অনলাইন ক্লাসে তিনি ছাত্রদের সঙ্গে তাঁর ৩০ বছর বলিউডে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেবেন। তাঁর অনলাইন ক্লাসকে তিনি প্রফেশনাল মাস্টার ক্লাস বলে উল্লেখ করেছেন। তাঁর অনলাইন সেশনে উপস্থিত থাকলে ছাত্ররা অভিনয়ে পারদর্শী হতে পারবেন বলেই অক্ষয়ের আশা ।
এই মুহূর্তে নুসরত ভারুচা এবং ভূমি পেডনেকরের সঙ্গে ‘রক্ষা বন্ধন’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত আক্কি। ছবির জন্য ওজন বাড়াতে হয়েছে তাঁকে। বলিপাড়ার অক্ষয়ের নিয়মানুবর্তিতা এবং স্বাস্থ্য সচেতনতা একরকম চর্চার বিষয়। ছবির স্বার্থে ওজন বাড়ানো- কমানোর দরকার পড়লে তা হেলদি ওয়েতেই করেন অক্ষয়। ‘রক্ষা বন্ধন’- এর জন্যেও নির্দিষ্ট গাইড লাইন মেনেই ওজন বাড়িয়েছেন তিনি। ওজন বাড়লেই খাওয়াদাওয়ার ওপর নিষেধাজ্ঞা অনেকটাই কমে যায়, আর তখনই নাকি ঘরে তৈরি হালুয়া দারুণ মজা করে খাওয়ার সুযোগ পান খিলাড়ি কুমার!