মুম্বই : প্রকাশ্যে এল ওএমজি ২(OMG 2) ছবিতে খিলাড়ি কুমারের(Khiladi Kumar) পারিশ্রমিক।গত ১১ অগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে ও মাই গড ছবির সিক্যুয়েল(Sequel)।ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা থাকলেও, মোটেও নির্মাতাদের আশানুরূপ ব্যবসা করেনি ও এম জি ২।আটদিনে ১০০কোটি ক্লাবে(100 Crores Club) জায়গা করে নিয়েছে ও মাই গড ২।অন্যদিকে একই দিনে মুক্তি পাওয়া গদর ২(Gadar 2)-র বক্সঅফিস কালেকশন প্রায় ৩০০ কোটিরও বেশি।সদ্যই নির্মাতা সংস্থা সূত্রে জানা যাচ্ছে,ওএমজি ২-র জন্য খিলাড়ি কুমার নাকি কোনও পারিশ্রমিকই নেননি।অক্ষয় কুমারকে(Akshay Kumar) তাঁর প্রাপ্য পারিশ্রমিক দিতে হলে নাকি ছবি অনেকটাই ওভার বাজেট হয়ে গিয়েছিল।যার জন্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রযোজক।এই পরিস্থিতিতে নিজেই এগিয়ে আসেন অভিনেতা।ও মাই গড ২-র জন্য কোনওরকম পারিশ্রমিকই নিতে অস্বীকার করেন তিনি।এমনকি নির্মাতাদের সঙ্গে এই ভিন্নধর্মী ছবির সৃজনশীল দৃষ্টিভঙ্গির তারিফ জানিয়ে পুরোপুরি ভাবে ছবির নির্মাণের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি।ও মাই গড ২ ছবিতে দেবাদিদেব মহাদেবের দূতের ভূমিকায় অভিনয় করেছেন খিলাড়ি কুমার।ছবিতে শিব ঠাকুরের এক পরম ভক্ত কান্তি স্মরণ মুদগলের চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।এবং,আইনজীবী কামিনী মাহেশ্বরীর ভূমিকায় দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে।
ছবি পিছু মোটামুটি ৭০ থেকে ৮০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন অক্ষয় কুমার।অবশ্য ছবির চরিত্র অনুযায়ী কখনও কখনও ১০০কোটিরও বেশি পারিশ্রমিক চেয়ে বসেন বলিপাড়ার খিলাড়ি।যদিও ও মাই গড ২-র জন্য কোনও টাকা পয়সায় নেননি তিনি।সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে,শ্যুটিং শুরুর আগে ছবির বাজেট অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল।জানতে পেরে এগিয়ে আসেন অক্ষয় কুমার।জানিয়ে দেন ও মাই গড ২ তে কাজ করার জন্য কোনওরকম পারিশ্রমিকই নেবেন না।এমনকি ছবিটির অন্যতম প্রযোজকের দায়িত্বও পালন করেছেন তিনি।সূর্যবংশী-র পর অক্ষয়ের কোনও ছবিই তেমন সাফল্য পায়নি।অভিনেতা ভেবেছিলেন,ও মাই গড ২-র হাত ধরেই ফের নিজেকে বক্সঅফিসের সব সে বড়া খিলাড়ি প্রমাণ করে দেবেন তিনি।যদিও সে গুড়ে বালি।কারণ,আটদিনে মাত্র ১০০কোটির সামান্য বেশি টাকার ব্যবসা করেছে ও মাই গড ২।যদিও,অক্ষয়ের নতুন ছবির প্রশংসা করছেন বহু মানুষ।আক্কির পাশাপাশি একই সঙ্গে প্রশংসিত হচ্ছে পঙ্কজ ত্রিপাঠির অভিনয়।ছবির বিষয় ভাবনা নিয়েও তারিফ জানাচ্ছেন সমালোচকরা।যদিও ও মাই গড ২-র বক্সঅফিসে তেমন প্রভাব না পড়ায় ভাঁজ পড়েছে নির্মাতাদের কপালে।বিশেষজ্ঞমহলের দাবি,গদর ২-র দাপটেই তেমন ভাল ফল করতে ব্যর্থ হয়েছে ও মাই গড ২।