মুম্বই : সোশ্যাল মিডিয়ায়(Social Media) ট্রোলারদের(Trollers) যোগ্য জবাব দিলেন খিলাড়ি কুমার(Khiladi Kumar)।কানাডিয়ান নাগরিকত্বের(Canadian Citizenship) জন্য বারবার নেটিজেনের একাংশের ট্রোলিংয়ের শিকার হয়েছেন অক্ষয় কুমার(Akshay Kumar)।এমনকি প্রকাশ্যে কানাডা কুমার(Canada Kumar) বলে তাঁকে কটাক্ষও করেছেন অনেকেই।এতদিন এই প্রসঙ্গে মুখ না খুললেও শেষ পর্যন্ত জবাবটা সোশ্যাল সাইটেই দিলেন আক্কি।কানাডা নয়,এখন তিনি ভারতের নাগরিক। কানাডার সিটিজেনশিপ ত্যাগ করে ভারতের নাগরিকত্ব নিয়েছেন খিলাড়ি কুমার।স্বাধীনতা দিবসের(Independence Day) এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় নাগরিকত্বের লিগ্যাল ডকুমেন্টসের(Legal Documents) ছবি শেয়ার করে অক্ষয় লিখলেন, ”তাঁর হৃদয় এবং নাগরিকত্ব দুটোই ভারতীয়”।পাশাপাশি ভক্তদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।
View this post on Instagram
কানাডিয়ান নাগরিকত্বের কালিমা ঘোচালেন অক্ষয় কুমার।বিগত বেশ কিছু বছর ধরেই সময়টা ভাল যাচ্ছে না আক্কির।সূর্যবংশী সুপার ডুপার হিট হওয়ার পর,সুপারস্টারের কোনও ছবিই তেমন জমেনি।বচ্চন পাণ্ডে,সম্রাট পৃথ্বীরাজ থেকে রাম সেতু কিংবা চলতি বছরের সেলফি সবকটি ছবিই বক্সঅফিসে সুপারফ্লপ।খিলাড়ির নতুন ছবি ওহ মাই গড ২-এর অবস্থাও তথৈবচ।গদর ২-এর দাপটে মোটেও ভাল ফল করছে না অক্ষয়ের সিক্যুয়েল ফিল্ম।মাত্র ৭৬কোটি টাকার ব্যবসা করেছে ছবি।পাশাপাশি অক্ষয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংও চলছে বেশ কয়েক বছর ধরেই।ভারতীয় নন,তিনি কানাডার নাগরিক।অথচ,দিব্যি ভারতে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি বলিপাড়ার খিলাড়িকে।
এমনকি সোশ্যাল মিডিয়ার নিন্দুকরা প্রকাশ্যেই তাঁকে ব্যঙ্গ করে কানাডা কুমার বলে সম্বোধন করেন।এবার তারই উচিত জবাব দিলেন অক্ষয় কুমার।কানাডার নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তিনি।৭৭তম স্বাধীনতা দিবসে কাগজপত্র এদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনে নিন্দুকদের মুখ চুপ করিয়ে দিয়েছেন অক্ষয় কুমার।বলিতারকাকে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বহু ভক্ত।পাশাপাশি কটাক্ষের তীরও যে আসছে না এমনটা নয়।কানাডিয়ান সিটিজেনশিপ ত্যাগ করে ভারতের নাগরিকত্ব নিয়ে খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়,এমনটাই বলছেন খিলাড়ি ভক্তরা।এবার বক্সঅফিসে খিলাড়ি স্বমহিমায় ফিরে আসতে পারেন কি না এখন সেটাই দেখার।