মহামারী পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই মুক্তি পাচ্ছে একের পর বলিউড ছবি। তালিকায় রয়েছে বলিউডের বেশ কিছু বিগ বাজেট ছবি। নভেম্বরের ১৯ তারিখ মুক্তি পাবে যশরাজ ফিল্মস্-এর ‘বান্টি অওর বাবলি ২’। সেই ছবিতেই আভাস থাকবে যশরাজের ঐতিহাসিক ছবি ‘পৃথ্বীরাজ’-এর।
সূত্রের খবর, আগামী সপ্তাহে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’-এর ট্রেলার। ‘পৃথ্বীরাজ’-ই যশরাজ ফিল্মস্-এর প্রথম ঐতিহাসিক কাহিনি নির্ভর ছবি। ছবিতে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয় কুমার আর মানুষী ছিল্লর। জানুয়ারির ২১ তারিখ মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।
তাদের প্রথম ঐতিহাসিক ছবির ভিজুয়াল এফেক্টে যে কিছু দুর্দান্ত কারিকুরি থাকবে তা আগেই জানিয়েছিল যশরাজ ফিল্মস্। ট্রেলার রিলিজের পরই ‘পৃথ্বীরাজ’-এর প্রোমোশন শুরু করবে ছবির টিম।
‘পৃথ্বীরাজ’ আসলে, নির্ভীক- পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজের জীবনী। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। তাঁর প্রেমিকা সংযুক্তার চরিত্রে দেখা যাবে মানুষী ছিল্লরকে, এটিই মানুষীর ডেবিউ ছবি। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং সোনু সুদকে।