আর্থিক মন্দা। আর তার জেরেই আপাতত থমকে গেল অক্ষয় কুমারের আপকামিং ছবি ‘মিশন লায়ন’। ‘মিশন মঙ্গল’-এর পর ফের একবার জগন শক্তির পরিচালনায় ‘মিশন লায়ন’-এ কাজ করার কথা ছিল অক্ষয় কুমারের। জগনের এই সাই-ফাই অ্যাকশন থ্রিলারে ডবল রোলে অভিনয় করার কথা ছিল অক্ষয়ের। যদিও করোনা পরবর্তী বিনোদন দুনিয়ার হাল দেখে আপাতত বন্ধ ‘মিশন লায়ন’-এর কাজ ।
আরও পড়ুন : ‘দ্য নাইট ম্যানেজার’-এ অনিল- আদিত্য
সাই-ফাই অ্যাকশন থ্রিলার হওয়ার কারণে ‘মিশন লায়নে’র বাজেট ছিল অনেকটাই। প্রাথমিক ভাবে প্রায় ৭০ কোটির কাছাকাছি বাজেটের সম্ভাবনা ছিল। খরচের বহর দেখে অক্ষয় কুমার এবং ছবির প্রযোজক বাসু ভাগনানি আর জ্যাকি ভাগনানি মনে করছেন এমন পরিস্থিতিতে ‘মিশন লায়ন’ -এর শ্যুটিং শুরু করা মোটেই ঠিক সিদ্ধান্ত হবে না। ছবির চিত্রনাট্যের কাজেও খানিকটা দেরি হচ্ছে। সব মিলিয়ে আপাতত ছবি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ছবির বাজেট, চিত্রনাট্য কিছুর সঙ্গেই কোনও রকম সমঝোতা করতে চান না প্রযোজকরা আর তাই ধীরেসুস্থেই ‘মিশন লায়ন’-এর কাজ নিয়ে এগোনোর কথা ভাবা হয়েছে।
‘মিশন লায়ন’ নিয়ে দারুণ উত্তেজিত ছিলেন পরিচালক জগন শক্তি। প্যানডেমিক সংক্রান্ত অচলাবস্থা কাটার পর থেকেই কাজ শুরু করতে চাইছিলেন জগন। এমন পরিস্থিতিতে কাজ থমকে যাওয়ার রীতিমতো হতাশ তিনি। যদিও ‘মিশন মঙ্গল’- এর পর থেকে ভীষণ ব্যস্ত জগন । বছর শেষে জন আব্রাহাম অর্জুন কাপুরকে নিয়ে মালায়লাম হিট ছবি ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর হিন্দি রিমেকের কাজ শুরু করবেন জগন।
আরও পড়ুন : অন্যরকম ছবিই পছন্দ ভূমির