মহামারীর কালে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন প্রায় প্রত্যেকে। অনেকেই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। করোনা কালে অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সাহায্য করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী ফান্ডে ২৫ কোটি টাকা দেওয়া সবটাই করেছেন অক্ষয়। আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আক্কি।
অনলাইন ক্যাম্পেনিং-এ যোগ দিলেন অক্ষয়। করোনা কালে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ শিল্পীদের পাশে দাঁড়ালেন অভিনেতা। ইতিমধ্যেই ৫০ লাখ টাকা সাহায্য করেছেন অক্ষয়। শুধু নিজেই সাহায্য করেননি তিনি, পাশাপাশি অন্যদেরও সাহায্য করার জন্য অনুরোধও জানিয়েছেন ।
আক্কির মতে, মহামারীর কালে প্রায় বছর দুয়েক হতে চলল অনেক শিল্পীর হাতেই কাজ নেই। কাজ না থাকার দরুণ অনেকেই আর্থিক সমস্যায় ভুগছেন কিছু কাল ধরে। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেরই সংসার চালানো রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের পাশেই ইন্ডাস্ট্রির আরও অনেকের মতোই দাঁড়িয়েছেন খিলাড়ি কুমার।
সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে না দিলে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যে কঠিন হবে তা ভালই জানেন অক্ষয় কুমার।