অক্ষয় কুমার, রজনীকান্তের পর এবার অজয় দেবগনের পালা। বিশ্বখ্যাত অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে নাম লেখাবেন অজয়। ছোটপর্দার পপুলার অ্যাডভেঞ্চার শো-এ দেখা যাবে অভিনেতাকে। খুব শিগগিরই শো-এর একটি স্পেশাল এপিসোডের শ্যুটিং করবেন অজয়। ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ দেখা যাবে অজয়কে।
খুব শিগগিরই বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার শো-এর শ্যুটিং-এ যোগ দিতে মালদ্বীপ যাবেন অজয়। ২০২০ সালে বিয়ার গ্রিলস্-এর ম্যান ভার্সেস ওয়াইল্ড- এ দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। ২০২০-তেই ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর ‘ইনটু দ্য ওয়াইল্ড’- এর একটি এপিসোডে দেখা গিয়েছিল বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়কে।
আরও পড়ুন : ওটিটি-তে বাদশাহ খানের ডেবিউ
শো-এর ফরম্যাট অনুযায়ী সেলিব্রেটিদের টানা আটচল্লিশ ঘণ্টা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, সঙ্গে থাকবেন বিয়ার গ্রিলস্। বেঁচে থাকতে তাঁদের সমস্ত রকম চেষ্টা চালাতে হবে, বেঁচে গেলে তবেই শো-এর বিজেতা।
বিয়ার গ্রিলসের সঙ্গে কর্ণাটকের বান্দিপুর সংরক্ষিত অরণ্যে শ্যুটিং করেছিলেন অক্ষয় কুমার ও রজনীকান্ত। অজয় অবশ্য দেশে নয় মালদ্বীপেই সারবেন শ্যুটিং। বিয়ার গ্রিলসের সঙ্গে অজয়ের কতোটা জমে তা শো টেলিকাস্টের পরই বোঝা যাবে।
আরও পড়ুন : পর্দার পিভি সিন্ধু দীপিকা ?