২০১৯এর সুপারহিট ছবি টোটাল ধামাল-এর দুর্দান্ত সাফল্যের পর পরিচালক ইন্দর কুমারের থ্যাংক গড ছবিতে ফের দেখা যাবে অজয় দেবগণকে।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুলপ্রীত সিং।বর্তমানে মুম্বইয়ের স্টুডিওতে পুরোদমে চলছে থ্যাংক গড-এর শ্যুটিং।ছবিতে সিদ্ধার্থ-রাকুলপ্রীত জুটি যে নায়ক নায়িকার ভূমিকাতেই থাকছেন একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।তবে থ্যাংক গড-এ অজয় দেবগণের জন্য পরিচালক ইন্দর কুমার কি চরিত্র ভেবেছেন সেই নিয়ে জল্পনা রয়েছে তুঙ্গে।তবে সম্প্রতি সেই নিয়েই মিলেছে বড় আপডেট।
আরও পড়ুন – ডিসেম্বরে অজয়ের ‘দৃশ্যম ২’
শোনা যাচ্ছে ছবিতে মৃত্যুর দেবতা যমরাজের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে।চরিত্রটি দারুণ মজাদার বলেই ছবির অন্দরমহল সূত্রে খবর।সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেই রয়েছে অজয়ের অধিকাংশ সিন।আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে ‘থ্যাংক গড’।
আরও পড়ুন – বাজিরাও সিংঘমের ‘সার্কাস’
বাকি রয়েছে অজয় দেবগণের বেশ কিছু ছবির শ্যুটিং।তার মধ্যে যেমন রয়েছে স্পোর্টস ড্রামা ফিল্ম ‘ময়দান’-এর শ্যুটিং,ঠিক তেমনই রয়েছে ‘দৃশ্যম ২’ এবং ডেবিউ ওয়েব সিরিজ ‘রুদ্র’-র শ্যুটিংও।শোনা যাচ্ছে ‘থ্যাংক গড’-এর শ্যুটিং শেষ হলেই একে একে বাকি সব ছবির শ্যুটিং সারবেন বাজিরাও সিংঘম।আগামী কয়েক মাস অজয় যে শ্যুটিং ফ্লোর ছেড়ে বেরোনোর ফুরসৎ পাবেন না তা এখনই বেশ বোঝা যাচ্ছে।
আরও পড়ুন – অক্টোবরে ফ্লোরে ‘ময়দান‘