ওয়েব ডেস্ক: ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে সকলের। একের পর এক তারকাকে অনবদ্য সাজে দেখে মুগ্ধ দর্শকরা। অবশেষে হল প্রতিক্ষার অবসান। ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) দেখে রীতিমত চমকে উঠলেন ভক্তরা। শর্মিলা ঠাকুর (Sharmila Thakur) থেকে জাহুবী কাপুর (Janvi Kapoor) এবছর কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) নিজেদের পোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন একাধিক তারকা।
বহুবছর পর শাড়ি পরে এলেন ঐশ্বর্য। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্রে (Cannes Film Festival) আসলেও ২৩ বছর পর এবার তাঁকে দেখা গেল শাড়িতে। কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) রেড কার্পেটে (Red Carpet) ঐশ্বর্য পরেছিলেন মণীশ মালহোত্রার (Manish Malhotra) ডিজাইন করা একটি সাদা রঙের বেনারসি, সঙ্গে ছিল গলায় রুবি পাথরের হার। শাড়ির সঙ্গে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ ও ওড়না। তবে গোটা সাজে সব থেকে বেশি নজর কেড়েছিল ঐশ্বর্যর মাথায় সিথি ভর্তি সিদুঁর।
আরও পড়ুন: নিজের ছবি থেকে অধিকার হারালেন লোপেজ, অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের মামলা
কানের মঞ্চে বরাবরের মত এবারও রাজকীয় রূপে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তবে এবার সাজ পোশাকের থেকেও অন্য কারণে বচ্চনদের বউমাকে নিয়ে জারি চর্চা। সেটা হল তাঁর মাথা ভর্তি সিদুঁর। প্রথমত, স্বামীর মঙ্গলকামনায় ভারতীয় নারীদের সিদুঁর পরার ঐতিহ্যকে তুলে ধরে অভিষেক বচ্চনের সঙ্গে ডির্ভোসের (Divorce) জল্পনায় কার্যত জল ঢেলেছেন তিনি। অন্যদিকে পহেলগাঁও -য়ে ভারতীয় নারীদের সিথির সিদুঁর মুছে ফেলার বদলা অপারেশন সিদুঁর (Operation Sindoor) । বৈসারন উপত্যকায় (Baisaran Vally) জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছে একাধিক নিরীহ প্রাণ। আর সেই ভয়াবহ জঙ্গি হামলার জবাবের নাম অপারেশন সিদুঁর (Operation Sindoor)। এই আবহে ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) কান ফিল্মে এই লুকে দেখে নেটপাড়ায় নতুন কৌতুহল।
বি-টাউনের অলিতে গলিতে কান পাতলেই শুনতে পাওয়া যায় ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের জল্পনা। তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে ঐশ্বর্যের উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেকে।
গাড়ি থেকে নামাতেই অনুরাগীরা ঐশ্বর্যকে দেখে চিৎকার করে ওঠেন। তাঁকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন বচ্চন পরিবারের পুত্রবধূ। বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বর্যকে দেখে যেন খানিকটা চমকেই গেলেন অনুরাগীরা। নেটপাড়ায় চলছে জোর আলোচনা।
দেখুন অন্য খবর: