তাঁর গানের ভাষা বুঝতে না পারলেও সুরেই ভেসে গেছে আপামর শ্রোতা। ভাষা ছিল সিংহলি কিন্তু সুর ছিল হৃদয়ের। তাই কোটি কোটি মানুষের হৃদয় যেমন ছুঁয়ে গেছে ‘মানিকে মাগে হিথে’ তেমনি বাদ যায়নি বলিউড সেলিব্রিটিরাও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ এর মতন বলি সেলিব্রিটিরাও শ্রীলংকার এই গায়িকা ইওহানি ডি সিলভার গানের সুরে বিভোর হয়েছেন।
আরও পড়ুন:‘মানিকে মাগে হিঠে’ গানের কলি এখন মানুষের মুখে মুখে
ইউটিউবে এ পর্যন্ত এ গানের ভিউজ ১১ কোটিরও বেশি। গত তিন মাসে ইউটিউব থেকেই ইয়োহানি রোজগার করেছেন এক কোটি টাকার বেশি। বলিউডে কাজ করার ইচ্ছে তার প্রবল। তাই তিনি হিন্দি শিক্ষাও শুরু করে দিয়েছেন। এ মাসের শেষেই ভারতে আসছেন দুটি কানসার্ট করতে।
কিন্তু তিনিও জেনে অবাক হবেন যে তার এই গানের সঙ্গে এক বিমানসেবিকা নাচ রায় তার জনপ্রিয়তাকেও শুনে ফেলেছে। সুরের যে কোনো সীমাবদ্ধতা থাকে না তা বোধ হয় ইয়োহানির এই গান আবার নতুন করে প্রমাণ করে দিয়েছে। তার অসম্ভব জনপ্রিয় এই গানের সঙ্গে এক বিমানসেবিকা নেচে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তা রাতারাতি ভাইরাল হয়েছে। তার সেই ভাইরাল হওয়া ভিডিও ছ’কোটি মানুষের বেশি দেখেছেন। আয়াত আফরিন একটি বেসরকারি বিমান সংস্থার এয়ার হোস্টেজের কাজ করেন। অন্য একটি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় তিনি সমস্ত শ্রোতা-দর্শককে ইংরেজি ও হিন্দি ভাষায় ধন্যবাদ জানিয়েছেন। বলিউড অল টলিউডের বেশকিছু শিল্পী ইও হানি এই গানের সঙ্গে নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। কিন্তু বিমান সেবিকা আফরিনের প্রাণবন্ত নাচ মন জয় করেছে সমস্ত স্তরের মানুষের। বলিউড সেলিব্রিটিরাও তা শেয়ার করতে ভোলেননিপ্রি্ি্্্।