কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) জনপ্রিয় হিট ছবি ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল অর্থাৎ ‘হাওয়া বদল ২’ ছবির শ্যুটিং শুরু হবে অগস্ট মাসে (Hawa bodol 2 shooting in London)। তার আগে ছবির শুভ মহরত হয়ে গেল। বর্তমানে ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরমব্রত। এই ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে রাইমা সেন ও রুদ্রনীল ঘোষকেও। প্রায় ১০ বছর পর মুক্তি পাচ্ছে তাঁর ছবির সিক্যুয়েল। সেই নিয়েই এবার আড্ডায় বসলেন অভিনেতা।
অভিনেতা জানান, “অতিমারীর পরই ধীরে ধীরে পাল্টে গিয়েছে বাংলা ছবির দর্শকদের স্বাদ। তার কারণ আর্থিক অনটন। দর্শকদের এইসময়ে বিনোদন জগৎ থেকে দূরে সরে থাকা অভ্যাস হয়ে গিয়েছিলেন আর দর্শক প্রেক্ষাগৃহ থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর সেই সময় ওটিটির রমরমা ছিল।”
নিজের ছবি ও পরিচালনা নিয়ে পরমব্রত জানান, “আমার এখনও মনে হয়, কেন আমি আমার এই স্বপ্নের কথা সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি? আমি এখনও আরও অনেক ছবি পরিচালনা করতে চাই। আমার ছবি ‘অভিযান’ ও ‘বৌদি ক্যান্টিন’ অনেক বেশি সফল হতে পারত। কিন্তু ছবি মুক্তির সময়টা ঠিক ছিল না। তাই বক্স অফিস কালেকশন খুব একটা ভালো হয়নি। কিন্তু ওটিটি-তে ‘বৌদি ক্যান্টিন’দারুন চলেছিল।”
আরও পড়ুন:Rani Mukherji | IFFM 2023 | মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে রানির মাস্টারক্লাস
অভিনেতার সংযোজন, “করোনার পরে আমি দর্শকদের মধ্যে বদল লক্ষ্য করেছি। দর্শক অ্যাডভেঞ্চারের থেকে বেশি সহজ গল্পকে গ্রহণ করেছেন। বাস্তবতার কাছাকাছি গল্প এখন দর্শকেরা পছন্দ করেন। আমিও নিজেকে পরিবর্তন করে যেতে চাই। আর দর্শকদের নতুন নতুন বিভিন্ন স্বাদের চরিত্র উপহার দিতে চাই।”