আবারও এক স্টারকিড এর অভিষেক হতে চলেছে বলিউডে। সুনীল শেট্টির পুত্র আহান শেট্টি ‘তাড়াপ’ এর শ্যুটিং শেষ করলেন। ছবি এখন মুক্তির অপেক্ষায়। ছবির পোস্টার মুক্তি পেয়েছে স্যোশাল মিডিয়ায়। আহান নিজেও তাঁর ইনস্টাগ্রামে এই পোস্টার প্রকাশ করেছে। প্রযোজক সাজিদ নাদিয়াওলার প্রযোজনায় প্রথম বলিউডে ডেবিউ করছেন আহান শেট্টি। ছবি পরিচালনা করছেন মিলন লুথারিয়া। এই ছবিতে আহান এর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তারা সুতারিয়াকে। লকডাউন এর কারনে আটকে আছে ছবির মুক্তি । প্রযোজক রা অপেক্ষায় আছে কবে সিনেমা হল খুলবে। তখনই ছবির মুক্তির দিন ঘোষণা করা হবে।
এই ছবির পোস্টারে আহানকে দেখে দর্শকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। অনেকেই সুনীল শেট্টির ছায়া দেখতে পাচ্ছেন ছেলে আহানের মধ্যে। আরও খবর ছবি মুক্তি না পেলেও একের পর এক ছবির আমন্ত্রণ পাচ্ছেন আহান।
শোনা যাচ্ছে ‘আশিকি ৩’ এর প্রধান চরিত্রে দেখা যাবে আহানকে। মহেশ ভাট এর সুপারহিট আশিকি ফ্ল্যানচাইজির জন্য আহানকেই নির্বাচিত করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরই ‘আশিকি ৩’ এর শ্যুটিং শুরু হবে।
আহান এর ডেবিউ ছবি ,তাই প্রযোজক থেকে পরিচালক কেউই চাইছেননা ‘তাড়াপ’ ছবি ওটিটি তে মুক্তি পাক। বলিউডের অন্দরের খবর আসলে সুনীল শেট্টি চাইছেন ছেলের ডেবিউ বড় পর্দাতেই হোক। তাই সিনেমা হল খোলার অপেক্ষায় রয়েছেন সকলে । তবে ছবির পোস্টারে এখনই নজর কেড়েছে আহান শেট্টি।