ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সবাইকে একজোট করে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে ‘এসভিএফ’র (SVF) ৩টি সিনেমায় সই করেছেন দেব (Dev)। এই নিয়ে যদিও এখনও অভিনেতার পক্ষ থেকে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ’ এবং মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বাঘা যতীন’ সিনেমার টিজার। যদিও ব্যোমকেশ মুক্তি পাওয়ার পর থেকেই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে। কিন্তু ‘বাঘা যতীন’ মুক্তির পর প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বেশিরভাগ নেতা অভিনেতাই নিজের প্রযোজনা সংস্থা ছাড়া কাজ করতে প্রস্তুত হন না। তবে অভিনেতা দেব এসবের ঊর্দ্ধে। ভালো গল্প-চরিত্র পেলে এবং তার কিছু শর্ত মানলে দিব্যি যেকোনও প্রযোজনার সঙ্গেই কাজ করতে প্রস্তুত। বাংলা সিনেমার দর্শককে যে হলে নিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে, তা ইন্ডাস্ট্রির কর্তারা ভালোভাবেই উপলব্ধি করছেন। হয়তো সে কারণেই দেব এবং ‘এসভিএফ’-ও হয়তো বলিউডের মন্ত্র মেনেই এগোচ্ছেন।
আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৫০ দিন, তাজমহলের সামনে শোভা পেল বিশ্বকাপ ট্রফি
‘এসভিএফ’-এর সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সত্বেও নিজের প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নেন দেব। নিজেদের মধ্যে কিছুটা মনমালিন্যের কারণেই এমনটা হয়েছিল। তবে কি সেই মনোমালিন্য দূর করতেই আবারও এসভিএফ’এর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা? প্রশ্ন থাকছে।
মূলত, দক্ষিণী, হিন্দি, ইংরেজি সিনেমার ভিড়ে বাংলা সিনেমার টিকে থাকা অনেকটা কষ্ঠসাধ্য। বিশেষ করে কম বাজেটের বা ‘ছোট’ পরিসরের সিনেমা হলে কয়েকদিনের মধ্যেই তা মুখ থুবড়ে পড়ছে। আর তাইতো এখন পরিচালক-প্রযোজকরা হাঁটছেন বলিউড সিনেমার রীতি অনুসরণ করে। জোর দিচ্ছেন সিনেমার গল্পের ওপর।