কলকাতা: ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি-আমিশার ‘গদর ২’ (Gadar 2)। এই সিনেমার (Cinema) হাত ধরেই সিনেপ্রেমীদের মনে ফিরেছে ২২ বছর আগের পুরনো স্মৃতি। দীর্ঘদিন পর সানি দেওল এবং আমিশা প্যাটেলের পুরনো কেমিস্ট্রি দেখার আগ্রহ, শুরু থেকেই অনুরাগীদের মধ্যে ছিল। মুক্তি পাওয়ার পরই ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। দ্বিতীয় শুক্রবারে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে ‘গদর ২’। চারশো কোটি ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা। এবার অন্য এক সিক্যুয়েলে নজর অভিনেতার। শোনা যাচ্ছে, ‘গদর ২’-এর পর এ বার ‘বর্ডার ২’ ছবিতে কাজ করতে চলেছেন সানি দেওল।
বলিউড সূত্রে খবর, বর্ডার-২ প্রযোজনা করবেন জেপি দত্ত, যিনি ১৯৯৭ সালে ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন। গত দু-তিন বছর ধরে ছবি নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। খুব শীঘ্রই নাকি ‘বর্ডার ২’-র কথা আনুষ্ঠানিক ঘোষণা হবে। ছবির প্রেক্ষাপট চূড়ান্ত হওয়ার পরে এ বার চিত্রনাট্য লেখার কাজ শুরু করতে চলেছেন তাঁরা। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বাঁধা হচ্ছে ‘বর্ডার ২’ ছবির গল্প। সানি দেওল ছাড়াও ‘বর্ডার ২’-তে বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা দেখা যেতে পারে বলে খবর। তবে ছবিতে কোন অভিনেতাদের নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন:Cafe Wall | মুক্তি পেল ছবির ট্রেলার-গান
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছিলেন রাখী, কুলভূষণ খারবান্দা এবং পুনীত ইসার। এটি ছিল ৯০ এর দশকের সবথেকে বড় ব্লকবাস্টার।