মুম্বই ; গদর ২(Gadar 2)-র ঐতিহাসিক সাফল্যের পর এবার তৈরি হতে চলেছে বর্ডার ২(Border 2)।আট দিনেই ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ছবি গদর ২।ছবির অভাবনীয় বক্সঅফিস সাফল্যে এবার বলিপাড়ায় চলছে নতুন সিক্যুয়েলের(Sequel) জল্পনা। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জে পি দত্তা(J.P Dutta) পরিচালিত যুদ্ধের ছবি বর্ডার(Border)। বিগত বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে,বর্ডার এর সিক্যুয়েল ঘিরে গুঞ্জন।অবশেষে গদর ২-র সাফল্যের পর সানি দেওলকে(Sunny Deol) নিয়ে বর্ডার ২ তৈরি করতে আগ্রহী প্রযোজক জে পি দত্তা ও নিধি দত্তা। শোনা যাচ্ছে, ১৯৭১ ভারত-পাক যুদ্ধে(1971 Indo-Pak War) ভারতীয় সেনার অসামান্য লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হতে চলেছে বর্ডার ছবির সিক্যুয়েল।খুব শীঘ্রই নাকি ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করবেন নির্মাতারা।ছবিতে সানি দেওল ছাড়া প্রথম বর্ডার-এর আর কেউই অভিনয় করবেন না বলে সূত্রের খবর।বদলে ছবিতে দেখা যাবে বলিপাড়ার নতুন প্রজন্মের তারকাদের।
বহুদিন পর বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে সানি দেওলের ছবি।মুক্তির পর মাত্র আটদিন অতিক্রান্ত।ইতিমধ্যেই ৩০০কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে গদর ২।ছবির সাফল্য উচ্ছ্বসিত বলিপাড়ার নির্মাতারা।গদর ২-র সাফল্যে আগামী দিনে বলিতারকাদের মধ্যে অন্যতম ডার্ক হর্স হতে চলেছেন সানি দেওল।কারণ,এবার বলিউডে তৈরি হতে চলেছে বর্ডার ছবির সিক্যুয়েল। বেশ কয়েক বছর ধরেই বর্ডার ২ তৈরি করার পরিকল্পনা করছেন দুই প্রযোজক জে পি দত্তা ও নিধি দত্তা।জানা যাচ্ছে,খুব শীঘ্রই নাকি ছবির প্রি-প্রোডাকশন ও চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে যাবে।বর্ডার ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল,জ্যাকি শ্রফ,সুনীল শেট্টি,অক্ষয় খান্না,পুনিত ইশার,কূলভূষণ খারবান্দা ছাড়াও আরও অনেকেই।তবে বর্ডার ২তে সানি দেওল ছাড়া পুরনো বর্ডার ছবির আর কোনও তারকাই থাকছেন না।বদলে ছবিতে জায়গা করে নেবেন নবীন বলি অভিনেতা-অভিনেত্রীরা।ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন জে পি দত্তা।তবে পরিচালনার ভার অন্য কাউকে দিতে পারেন বলেই সূত্রের খবর।