কলকাতা: টলিপাড়ার আপাতত সবথেকে চর্চিত জুটি জিতু কমল ও নবনীতা দাসের জুটি। পাঁচ মাস পর বিবাহবার্ষিকীতে পা দেওয়ার আগেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন নবনীতা। তবে বিচ্ছেদের মাঝেই হঠাৎ সুর বদল হল জিতুর।
দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নবনীতা জানান,”টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা, একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা, তোয়ালে শেয়ার করা হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা, কোনোকিছুই আর একসাথে হবেনা। তবুও আমি জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো। গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে করা সবটাই শিখিয়ে দিয়েছো। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক। ভালো থাকো।”
অভিনেত্রীর এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় জিতু লিখেছিলেন, “শুরুতেও তোমায় আগলে রেখেছি। আজও আগলে রাখবো। আগামীতেও তাই করবো বাচ্চা বউ।” এই লেখার সঙ্গে এদিন জিতু নবনীতাকে নিয়ে লেখা একটি পুরনো পোস্ট জুড়ে দেন। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বউয়ের প্রতি কতটা যত্নশীল তিনি। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, “এসব কিছু নয়। ও আসলে ছেলেমানুষ। কোনো কারণে রাগ হয়েছে তাই এসব করছে।” যদিও নেট দুনিয়ায় অন্য কথা বলছেন নবনীতা। অভিনেত্রী জানান, তিনমাস ধরেই নাকি আলাদা থাকছেন তাঁরা। আর বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁরা দুজনে মিলেই নিয়েছেন।
তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় জিতু আবার লেখেন, “BE PRIVATE. Travel and tell no one. Find a Partner and tell no one. Live Happily and tell no one. PEOPLE RUIN BEAUTIFUL THINGS.” এই লেখার সঙ্গে শিবের একটি ছবিও জুড়ে দিয়েছেন অভিনেতা। বিচ্ছেদের মাঝে এ কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা?