পরিচালক মিলাপ জাভেরির ‘সত্যমেব জয়তে ২’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন জন আব্রাহাম এবং দিব্যা খোসলা কুমার।একসময় বেশ কিছু ছবিতে অভিনয় করলেও ইদানিং ছবির পরিচালনা এবং প্রযোজনার কাজেই বিশেষ মন দিয়েছেন দিব্যা।তাই দীর্ঘদিন পরে তাঁর দেখা মিলবে ‘সত্যমেব জয়তে ২’ ছবিতে ।আগামী ২৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ছবি।তাই চুটিয়ে ছবির প্রমোশন সারছেন জন এবং দিব্যা। বলিপাড়ার এই নতুন জুটিকে ইতিমধ্যেই দারুণ পছন্দ করছেন সিনেপ্রেমীরা। বলিপাড়ায় জোর জল্পনা শোনা যাচ্ছে, ‘সত্যমেব জয়তে ২’-র পর ফের একসঙ্গে দেখা যাবে জন-দিব্যা জুটিকে।
গতবছর ওটিটিতে মুক্তি পেয়েছিল মহেশ ভাটের ছবি ‘সড়ক২ ‘।সঞ্জয় দত্ত-আলিয়া ভাট-আদিত্য রয় কাপুর অভিনীত এই ছবি মোটেও পছন্দ করেনি দর্শক।তাই নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই প্ল্যান শুরু করে দিয়েছেন মহেশ।শোনা যাচ্ছে তাঁর পরের ছবিতে জন আব্রাহাম এবং দিব্যা কুমার খোসলাকেই লিড রোলে দেখা যাবে।