মুম্বই : কিয়ারা আডবানি(Kiara Advani) নন,ডন ৩(Don 3)-তে নতুন ডন রণভীরের(New Don Ranveer Singh) রোমা(Roma) হতে চলেছেন অভিনেত্রী কৃতি স্যানন(Kriti Sanon)।এমনই জল্পনায় সরগরম টিনসেল টাউনের অলি গলি।দীর্ঘ প্রতীক্ষার পর কিছুদিন আগেই ডন ৩-র আনুষ্ঠানিক ঘোষণা(Announcement) করেছেন ফারহান আখতার(Farhan Akhtar)।মুক্তি পেয়েছে ছবির অ্যানাউন্সমেন্ট টিজারও(Announcement Teaser)।যে টিজারে নতুন ডন হিসেবে আত্মপ্রকাশ করেছেন রণভীর সিং।তারপর থেকেই জল্পনা চলছে,ছবিতে রোমার ভূমিকায় কে অভিনয় কে অভিনয় করবেন।নতুন ডন রণভীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আডবানি।এমনও গুঞ্জন শোনা গিয়েছিল।যদিও পরিচালক ফারহান আখতার জানিয়েছিলেন,ডন ৩ তে রোমার চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক করে উঠতে পারেননি তাঁরা।সম্প্রতি বলিপাড়া সূত্রে খবর মিলেছে,কিয়ারা আডবানি নন,ডন ৩ তে রোমা সাজতে চলেছেন কৃতি স্যানন(Kriti Sanon)। অভিনেত্রী ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন বলেও সূত্রের খবর।যদিও এই প্রসঙ্গে এখনই মুখ খুলছেন না কেউই।
কেরিয়ারের তুঙ্গে রয়েছেন বলি অভিনেত্রী কৃতি স্যানন।নায়িকার ঝুলিতে রয়েছে একঝাঁক নতুন ছবির অফার।সদ্যই জানা গিয়েছেন,মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন কৃতি।পাশাপাশি এবার ডন ৩ ছবিতে রোমার চরিত্রেও দেখা যাবে মিমি-র অভিনেত্রীকে।ডন ৩ ছবিতে যে রোমার ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থাকছেন না এমন আভাস মিলেছে অনেক আগেই।কারণ,ফারহানের ড্রিম প্রজেক্ট জি লে জারা ছবিতে অভিনয় করতে অস্বীকার করেছেন দেশি গার্ল।কাজেই পিগি চোপসের উপর বেজায় চটেছেন ফারহান আখতার।জল্পনা শোনা গিয়েছে,ডন ৩ তে রোমার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার বদলে অভিনয় করতে চলেছেন কিয়ারা আডবানি।যদিও সেই জল্পনায় জল ঢেলে পরিচালক জানান,একাধিক নায়িকা রয়েছেন তাঁদের হিটলিস্টে।তবে রোমার ভূমিকায় ছবিতে কে অভিনয় করবেন তা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি।রবিবার বলিপাড়ায় শোনা গেল নতুন গুঞ্জন।কিয়ারা আডবানি নন,অভিনেত্রী কৃতি স্যাননকেই নাকি নতুন রোমা বেছে নিয়েছেন ফারহান আখতার।খুব শীঘ্রই নাকি নায়িকার নাম প্রকাশ্যে আনবেন নির্মাতারা।অবশ্য এখনই ডন ৩-র শ্যুটিং শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ফারহান আখতার।২০২৫ সালের প্রথম দিকে ফ্লোরে আসতে পারে ছবি।সেই বছরেরই শেষে মুক্তি পাবে ডন ৩।