প্রিয়দর্শনের পরের ছবির নায়ক হতে চলেছেন মিজান জাফরিই,এমনটাই খবর বলিপাড়া সূত্রে।গত ২৩জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বলিউডের কমেডি কিং প্রিয়দর্শনের নতুন ছবি ‘হাঙ্গামা ২’।ছবিতে পরেশ রাওয়াল,শিল্পা শেট্টি,আশুতোষ রাণা,মনোজ যোশিদের পাশাপাশি অভিনয় করেছেন মিজান জাফরিও।তাঁর নায়িকার ভূমিকায় দেখা মিলেছে প্রণিতা সুভাসের।দীর্ঘ আট বছর পর মুক্তি পেয়েছে প্রিয়দর্শনের কমেডি ফিল্ম ‘হাঙ্গামা ২’।ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শক।কিন্তু ‘হাঙ্গামা ২ দেখার পর রীতিমতো আশাহত হয়েছেন তাঁরা।সোশ্যাল সাইটে ছবির পাবলিক রিভিউ রীতিমতো খারাপ।প্রিয়দর্শনের আগের ছবিগুলির থেকে ‘হাঙ্গামা ২’ এর গুণগত মান অনেকটাই খারাপ তা খোলাখুলি জানাচ্ছেন সমালোচকরাও।
তবে দর্শকদের সবচেয়ে হতাশ করেছেন ছবির নায়ক মিজান জাফরি।যাঁর দাদু ‘শোলে’-র ‘সুর্মা ভোপালি’ খ্যাত জগদীপ, এবং বাবা জাভেদ জাফরি,তাঁর কাছে ভালো অভিনয় আশা করেছিলেন দর্শক।কিন্তু তাঁদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন মিজান।ছবিতে মিজানের স্ক্রিন প্রেজেন্স নাকি অত্যন্ত খারাপ।না না, এমনটা আমরা বলছি না,বলছেন ‘হাঙ্গামা ২’এর দর্শকরাই।ইতিমধ্যেই নিজের পরের ছবি নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছেন প্রিয়দর্শন।শোনা যাচ্ছে,তাঁর পরের ছবি আর কমেডি নয়, থ্রিলার।পরিচালক নাকি দারুণ পছন্দ করেছেন মিজানের কাজ।আপাতত তাই মিজানের উপরই ভরসা রাখছেন পরিচালক প্রিয়দর্শন।পরের ছবিতে তাঁকেই নায়ক করছেন তিনি।