ফারহা খানের পরিবর্তে জি কমেডি শো তে জায়গা করে নিলেন সংগীতশিল্পী মিকা সিং।বুধবারই জানা গিয়েছে,করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও কোভিডের কবলে পড়েছেন কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খান।চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত কিছুদিন হোম কোয়ারেন্টাইনেই থাকবেন তিনি।কিছুদিনের মধ্যে যাঁরাই তার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককেই করোনা পরীক্ষা করানোরও পরামর্শ দিয়েছেন ফারহা খান।কিছুদিন ধরেই জি কমেডি শো তে বিচারকের ভূমিকায় দেখা মিলছিল ওম শান্তি ওমের পরিচালকের।কিন্তু এই মূহুর্তে তিনি হোম কোয়ারেন্টাইনে।সেই কারণেই কমেডি শোতে বিচারকের ভূমিকায় ফারহা খানের বদলে মিকা সিংকে বেছে নিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন – ভ্যাকসিন সত্বেও করোনা আক্রান্ত ফারহা
ফারহা-মিকার দোস্তির কথা বলিপাড়ায় নতুন কিছু নয়।ফারহার মতো মিকারও সেন্স অফ হিউমার দুর্দান্ত।তাই বন্ধুর অনুপস্থিতিতে জাজের ভূমিকাটা যে মিকা ভালোভাবেই সামলে নেবেন,তা বলাই বাহুল্য।তবে মোটেও দীর্ঘসময়ের জন্য শোয়ের বিচারক থাকছেন না সংগীতশিল্পী।আগামী ১১সেপ্টেম্বর পর্যন্তই জি কমেডি শোয়ের বিচারক থাকবেন মিকা,তারপর ফের নিয়মিত দেখা যাবে ফারহাকেই।
আরও পড়ুন – মিকার পাশে ভক্তরা