সদ্য বিবাহ-বিচ্ছেদ হয়েছে এই দুই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতার। দুজনেই অবশ্য বলিউডেরও পরিচিত মুখ। তবে ব্যক্তিগত জীবনে সমস্যা বাইরে এসে দুজনেই বলিউডে অভিনয় করার আগ্রহ আরো বেশি করে দেখাচ্ছেন। কিছুদিন আগেই আমির খানের সদ্য শেষ হওয়া ছবি ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করেছেন এই দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। অন্যদিকে তাঁর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ হিন্দি ওয়েব সিরিজ ‘দ্যা ফ্যামিলি ম্যান ২’ তে কাজ করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার অভিনেতা নাগা চৈতন্য বিক্রম কে কুমারের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। সংবাদমাধ্যম এর খবর অনুযায়ী এই ওয়েব সিরিজে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া ভবানী শংকরকে। অ্যামাজন প্রাইম এর এই ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরে। যেখানে প্রিয়াকে দেখা যাবে নাগা চৈতন্য গার্লফ্রেন্ডের চরিত্রে। নাম ঠিক না হওয়া এই ওয়েব সিরিজটি নাকি ভৌতিক ঘরানার। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।নাগা চৈতন্যের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। বক্স অফিস বিশ্লেষকদের কাছে অ্যাভারেজ হিট তকমা পেয়েছে সিনেমাটি। পাশাপাশি একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।