কলকাতা : ‘প্রজাপতি’ ছবিতে দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সফল জুটির পর এবার দেখা যাবে নতুন জুটি মিঠুন-আবিরকে। আগামী বড়দিনে নাকি আসতে চলেছে মিঠুনের নতুন চমক। সূত্রের খবর এমন সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হয়েছে। এবং সম্ভাবনার কথা জানা গেলেও ঠিক কোন ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করবেন তা এখনো জানা যায়নি। মিঠুন চক্রবর্তীর যথেষ্ট বাছাই করে সাম্প্রতিক কাজ করছেন।
গত বছর দেবের সঙ্গে জুটি বেঁধে মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। মিঠুন চক্রবর্তী-আবির জুটির চমক দেখতে বাংলা ছবির দর্শকরা অবশ্যই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তবে তার আগে আগামী বড়দিনে
বক্সঅফিসে মুখোমুখি হতে চলেছেন দেব এবং মিঠুন। কারণ পরিচালক সুমন ঘোষ পরিচালিত ছবি ‘কাবলিওয়ালা’তে এবার নাম ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অন্যদিকে দেব এবার ‘প্রধান’ নিয়ে আসছেন পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
অনেকেরই আবার ধারণা হয়েছে ‘কাবলিওয়ালা’ ছবিতেই নাকি আবিরকে মিঠুনের সঙ্গে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই সুমন ঘোষ এর ছবিতে মিঠুনের সঙ্গে কাজের প্রস্তাব পেয়েছেন আবির। এই একই ছবিতে আবার কাজের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার।
অন্যদিকে দেবের ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পর্দার মিঠাই ওরফে সৌমিতৃষাকে। এখন এটাই দেখার বড়দিনে কতটা বড় চমক মেলে- আবির সোহিনী আদৌ এখানে কাজ করেন কিনা !
প্রসঙ্গত এবারের বড়দিনে যে কেবল ‘প্রধান’ এবং ‘কাবুলিওয়ালা’ মুক্তি পাচ্ছে এমনটা নয়, একই সঙ্গে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। ফলে এবারের ক্রিসমাস যে জমজমাট হবে সেটা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটা অগস্টে মুক্তি পাচ্ছে। অন্যদিকে পুজোয় আসছে তাঁর বাঘা যতীন। আবিরের রক্তবীজ ছবিটা মুক্তি পাবে পুজোয়। তাঁর সঙ্গে সেখানে থাকবেন মিমি চক্রবর্তী।