করোনার প্রভাবে জলসা প্রায় বন্ধ। দুবছর কোন রকম গানের অনুষ্ঠান করতেই পারেননি সঙ্গীত শিল্পী অনুপম রায়। বহুদিন পর জলসায় গান করতে পেরে খুশি অনুপম। সিনেমার কিছু ব্যাকগ্রাউন্ড কাজ হলেও সঙ্গীত শিল্পীদের অনীহা রোজগার আসে এই গানের জলসা থেকে। করোনার প্রকম কমতেই চোখ রাঙাচ্ছে ওমনিকর্ন। তাই বেশিরভাগ জায়গায় সরকারি তরফে জলসার অনুমতি দেওয়া হচ্ছেনা।
তবে শনিবার মার্লিন গ্রুপের একটি উইন্টার কার্নিভালের জলসায় খোলা মঞ্চে গান গাইলেন অনুপম। এতোদিন পর জলসায় গান করে খুবই খুশি অনুপম। তিনি বলেন, বেশিরভাগ জায়গায় জলসার অনুমতি নেই, তাই অনেকদিন পর আবার দর্শকদের সামনে গাইতে পেরে তিনি উচ্ছ্বসিত।