টলিউডের নতুন সমীকরণ, নতুন জুটি। পর্দায় আসতে চলেছে অদ্রিজা-জয় জুটি।’সন্ন্যাসী রাজা’র পর থেকেই টেলি জগতের জনপ্রিয় মুখ অদ্রিজা।
বড় পর্দা, ছোট পর্দা, ওয়েব সিরিজ তিন জগতেই অদ্রিজার অবাধ বিচরণ।বড় পর্দায় অদ্রিজার অভিনয় নজর কাড়ে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’ ছবিতে মেহুল এর পাড়ার বন্ধু হিসেবে।মেগা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রীর ঘড়ির কাঁটার স্পিড এখন মারাত্মক দ্রুত, কারণ ব্যাক টু ব্যাক প্রজেক্টে ব্যস্ত তিনি।অন্যদিকে জয় মুখার্জির কামব্যাক হতে চলেছে এই সিরিয়াল। স্টার জলসায় সম্প্রচারিত ‘চোখের তারা তুই’ খ্যাত জয় বেশ কয়েক বছর অনেকটাই প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।তবে ‘বিক্রম বেতাল’ সিরিয়ালে অদ্রিজা জয়ের এই ফ্রেস পেয়ার নিঃসন্দেহে দর্শকদের কাছে একটি বোনাস পাওনা। খুব শীঘ্রই ডাবিং শুরু হবে এই সিরিয়ালের। শোনা যাচ্ছে বাংলা ছাড়াও অন্যান্য আরো কয়েকটি ভাষায় মুক্তি পাবে ‘বিক্রম বেতাল’।অদ্রিজার বর্তমান মেগাসিরিয়াল ‘মৌ এর বাড়ি’ সম্প্রসারিত হতে চলেছে কালার্স বাংলায়। চিরাচরিত কিছু ধ্যান-ধারণা ভাঙ্গার গল্প বলবে এই সিরিয়াল।
আরও পড়ুন:‘গুডবাই,আইএম ম্যারেইড’,’কৃষ্ণকলি’র মুন্নি
মেগা সিরিয়াল, সিনেমা ছাড়াও অদ্রিজাকে দর্শক পেতে চলেছে মৈনাক ভৌমিকের আসন্ন একটি ওয়েব সিরিজে। যা মুক্তি পাবে ‘হইচই’ তে খুব শীঘ্রই। ইন্ডাস্ট্রি সূত্রের খবর অদ্রিজা ছাড়াও আরও তিন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অভিনয় করবে এই ওয়েব সিরিজে।
ব্যস্ততার মধ্যেও দর্শকদের জন্য মাঝেমধ্যেই অদ্রিজা নানা ধরনের মজার ভিডিও পোস্ট করে থাকেন। শুটিং ফ্লোর, ঘর এবং ঘড়ির মধ্যে ঘোরাঘুরি করে অদ্রিজার ব্যস্ততার সঙ্গে তাল মেলানো এখন দুষ্কর।