মুম্বই : বড়পর্দার পর এবার নেটফ্লিক্সে(Netflix) মুক্তি পেল আদিত্য রয় কাপুর(Aditya Roy Kapoor) অভিনীত ছবি গুমরাহ(Gumraah)।বর্ধন কেতকর(Vardhan Ketkar) পরিচালিত মিস্ট্রি থ্রিলার ফিল্মে(Mystry Thriller Film) ডবল রোলে নজর কেড়েছেন আদিত্য রয় কাপুর(Aditya Roy Kapoor)।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর,রনিত রায়(Mrunal Thakur,Ranit Roy) ছাড়াও আরও অনেকেই।গত ৭ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছিল গুমরাহ।কিন্তু মুক্তির পরই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে আদিত্য-মৃণাল জুটির নতুন থ্রিলার ফিল্ম।২৫ কোটির গুমরাহ বক্সঅফিসে ব্যবসা করেছে মাত্র ১০কোটি টাকা।বড়পর্দায় ব্যর্থতার পর এবার নেটফ্লিক্সে মুক্তি পেল ছবি।রবিবার থেকেই নেটফ্লিক্সে শুরু হয়েছে ছবির ওটিটি স্ট্রিমিং।
গুমরাহ-র গল্প আদপে একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার,যে ছবিতে ডবল রোলে রয়েছেন আদিত্য রায় কাপুর।খুনের তদন্তে নেমে পুলিশ অনুমান করছে যে কোনও একজন রয়েছে এই খুনের পিছনে।ছবিতে তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মৃণাল ঠাকুর।পুলিশের চরিত্রে দেখা গিয়েছে রনিত রায়কেও।কিন্তু বাস্তবে কে খুনি তা প্রমাণ করতে গিয়ে বিশ বাঁও জলে গিয়ে পড়ে তারা।খুনের পিছনে রয়েছে এক গভীর রহস্য। হামশকল দুই চরিত্রের মধ্যে সম্পর্ক নিয়েও ছবির গল্পে ক্রমশই ঘনিয়েছে ধোঁয়াশা।ইতিমধ্যেই গুমরাহ যাঁরা সিনেমাহলে দেখে ফেলেছেন তাঁরা নিশ্চয় জানেন কে আসল খুনী।আর যাঁরা এতদিনেও ছবি দেখেনেনি তাঁরা এবার দেখে ফেলুন।