মুম্বই: প্রয়াত অভিনেত্রী সুলোচনা লাতকর (Sulochana Latkar)। রবিবার মুম্বইয়ে দাদারের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর খবর পরিবারের তরফে নিশ্চিত করে।
পরিবারের তরফে জানানো হয়েছে, সুলোচনা লাতকর দীর্ঘ রোগভোগের পর বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হন। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার মুম্বইয়ে দাদারের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার শিবাজি পার্ক অঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে এই কিংবদন্তী অভিনেতার। ১৯২৮ সালে জন্ম সুলোচনার। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তাঁর। চারের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন অভিনেত্রী।
‘মুকদ্দর কা সিকন্দর’, ‘মজবুর’, ‘রেশমা ও শেরা’র ‘দিল দেখে দেখো’, ‘আদমি’ ও ‘জনি মেরা নাম’-মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ২৫০-র বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৫০-এর বেশি মারাঠি ছবি রয়েছে ঝুলিতে। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, দেব আনন্দের মতো অভিনেতার মায়ের চরিত্রে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। ১৯৯৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এখানেই শেষ নয়, পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও। তাঁকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।