অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সদ্য তাঁর মাকে হারিয়েছে। তবে মা হারানোর শোক সামলে আবার কাজে ফিরলেন অভিনেত্রী। বাংলাদেশে গেলেন তাঁর আগামী ছবি ‘পিয়া রে’ র ছবির শ্যুটিং শেষ করতে। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক জনারের ছবি এটি।
তবে এই ছবিতে তাঁর বিপরীতে বনি নয় রয়েছে নতুন এক নায়ক। বাংলাদেশের নায়ক সান্ত খান। এই ছবি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। পুজোর আগেই এই ছবির জন্য বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন। সেই খবর আমরা আগেই দিয়েছিলাম।
বাংলাদেশে ছবি শ্যুটিংয়ের কাজ শেষ করে পুজোর আগেই কলকাতায় ফিরেছিলেন। বাংলাদেশের চাঁদপুরে কয়েকদিন শ্যুটিং করে বাংলাদেশের অন্যত্র যাওয়ার কথা। বাংলাদেশের পথে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্ট ছবি পোষ্ট করেন। বাংলাদেশের দর্শকদের থেকে আতিথেওতায় মুগ্ধ নায়িকা। আপাতত তিনি ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত।