কলকাতা: অসুস্থ (Unwell) বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। সর্দি-কাশিতে ভুগছেন, রয়েছে শারীরিক দুর্বলতা। আপতত চিকিৎসক তাঁকে টানা বিশ্রাম করতে বলেছে। অসুস্থতার কারণেই শ্যুটিং বাতিল করেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বাড়িতে বিশ্রাম নেবেন প্রবীণ এই অভিনেতা।
বিগত কয়েকদিন ধরেই রাজ্য তাপপ্রবাহের পরিস্থিতি। বে়ড়েছে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা। গরমে নাজেহার দশা কলকাতা সহ রাজ্যবাসীর। জানা গিয়েছে প্রচণ্ড গরমের জেরেই নাকি নাজেহাল দশা অভিনেতা। আউটডোর শ্যুটিং খুব বেশি করেন না বর্ষীয়ান তারকা। তারউপর এই দুর্ধর্ষ গরম। তাঁর অসুস্থতার জন্য শ্যুটিং শ্যুটিং বাতিল করেছেন তিনি। অভিনেতা জানান, শ্যুট এখনও শুরু হয়নি। এমনিতেই প্রচণ্ড গরমে বারুইপুর, বোলপুরে আউটডোর। প্রযোজনা সংস্থাকে জানিয়েছেন, এখন শ্যুটিং করতে পারবেন না। কথা বলতে না পারলে কাজ করব কীভাবে? শরীর তো আগে’। এমনিতেও সর্দি-কাশিতে ভুগছেন। চিকিৎসক তাঁকে টানা বিশ্রাম করতে বলেছে, বাড়ির বাইরে বের হওয়া নিষেধ! চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, সঙ্গে বেশি কথা বলাও নিষেধ।
আরও পড়ুন: Ajmer 92 | আজমির-৯২ ছবি নিয়ে বিতর্কের কালো মেঘ, নিষিদ্ধ করার দাবি মুসলিম সংগঠনের
সম্প্রতি অয়ন চক্রবর্তীর ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের শ্যুটিং করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে রয়েছে অভিজিৎ সেনের আসন্ন ছবি ‘প্রধান’। এই ছবিতে ফিরছে ‘টনিক’ ত্রয়ী। অগস্ট মাসে শুরু হবে ‘প্রধান’-এর শ্যুটিং। দেব-পরাণ রসায়ন ফের একবার বড় পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে কয়েকমাস।