ওয়েব ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু(Samantha Ruth Prabhu) ২০২১ সালে প্রথমবার আল্লু অর্জুনের ‘পুষ্পা'(Pushpa) ছবিতে আইটেম গানের(Item Song) সঙ্গে নেচে সকলকে চমকে দিয়েছিলেন। গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল। আট থেকে আশি সকলেরই সামান্থার এই আইটেম গানের সঙ্গে নাচ পছন্দ হয়েছিল।
সম্প্রতি সামান্থা একটি সাক্ষাৎকারে বলেছেন এইরকম একটি আইটেম গানের সঙ্গে আমার কথা কে ভাববে! যে গানের সঙ্গে আমাকে আকর্ষণীয় দেখাতে হবে।! আমি অবশ্যই সুন্দর; কিন্তু পাশের বাড়ির মেয়ের মত অভিনয় করতাম। অথচ এটা কেবল কোরিওগ্রাফির বিষয় নয় বরং এটি একটি সাহসী আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব।
গানটিতে শুধু নাচের বিষয় ছিল না কিছু বডি ল্যাঙ্গুয়েজ- এর ব্যাপারও ছিল।
এই চরিত্রটা ছিল একজন নারী যে স্বভাবে উগ্র, আত্মবিশ্বাসী এবং যৌনতায় স্বাচ্ছন্দ বোধ করেন। অথচ এর কোন গুনই আমার মধ্যে নেই। আমি নিজেকে আবেদনময় মনে করি না। সামান্থা এই সাক্ষাৎকারে পরিষ্কার বলেন, ‘আমি আমার জীবনে কখনো নিজেকে সুন্দরী আবেদনময়ী নারী মনে করিনি। ‘পুষ্পা’ ছবির আইটেম গান ‘ও ও আন্তাভা..’ আমার জন্য একটি বিশেষ সুযোগ ছিল’। সামান্থা আরো বলেন, প্রথম শটে ৫০০ জুনিয়র আর্টিস্টের সামনে আমি নেচেছিলাম। যথেষ্ট নার্ভাস ছিলাম।
‘পুষ্পা’র জনপ্রিয়তার কথা মাথায় রেখে পরিচালক সুকুমার ছবির দ্বিতীয় ভাগ নির্মাণ করেছিলেন গত বছর ডিসেম্বরে সেটি মুক্তি পেয়েছিল। এই ছবিতেও আইটেম গান রাখা হয়েছিল।
প্রস্তাব গিয়েছিল সামান্হার কাছে কিন্তু ৩৮ বছরের সামান্থা রাজি হননি। তখন নেওয়া হয়েছিল শ্রীলীলাকে। সামান্তার মতো ঝড় তুলতে না পারলেও বক্স অফিসে তিনিও সাড়া ফেলেছিলেন।