পাঁচের দশকের শুরু হওয়া স্বপন কুমারের লেখা দীপক চ্যাটার্জির গোয়েন্দা সিরিজ পাঠক মহলে ছিল অত্যন্ত জনপ্রিয়। বটতলার বই হিসেবে খ্যাত হলেও জনপ্রিয়তা এবং বিক্রিতে দীপক চ্যাটার্জি ছিল সাফল্যের মাপকাঠিতে একেবারে উপরে।
এবার সেই গোয়েন্দার চরিত্র দীপক চ্যাটার্জী আসতে চলেছে বড় পর্দায়। স্বপন কুমারের লেখা ‘বাদামি হায়নার কবলে’ ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। স্বপন কুমারের আসল নাম সমরেন্দ্রনাথ পান্ডে। স্বপন কুমার নাম দিয়ে তিনি বহু রহস্য-রোমাঞ্চ কাহিনী লিখেছেন। আবার শ্রীধিগু নামেও জ্যোতিষ মহলে খ্যাতি ছিল তার। পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার।
বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ কিংবা ফেলুদা সকলেই একটু সময় নিয়ে যেকোনো রহস্য- সমাধানে পারদর্শী। মগজাস্ত্র কে ব্যবহার করে প্লট ভেবে খুনিকে ধরেন এই গোয়েন্দারা। কিন্তু আর এক বাঙালি গোয়েন্দা দীপক চ্যাটার্জি একেবারেই ভিন্ন। অনেকটা জেমস বন্ড কায়দায় বেপরোয়াড় গতিতে গাড়ি চালানো কিংবা ছদ্মবেশ ধারণ করে অন্ধকারে লক্ষ্যভেদ করতে পারা দীপক চ্যাটার্জি এবার বড়পর্দায় আসছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে। দর্শকরা এর আগে আবিরকে ফেলুদা, ব্যোমকেশ,সোনাদা নানান গোয়েন্দা চরিত্রে দেখেছেন। এবার ধরা দেবেন গোয়েন্দা দীপক চ্যাটার্জি হিসেবে।
দীপক গোয়েন্দার ‘বাজপাখি সিরিজ’, ‘রহস্য কুহেলিকা সিরিজ’, ‘ক্রাইম ওয়ার্ল্ড সিরিজ’, ‘কালরুদ্র সিরিজ’, ‘রাজেশ্বরী ড্রাগন সিরিজ’ ‘বিশ্বচক্র সিরিজ’ আর ‘কালনাগিনী সিরিজ’ নিয়ে প্রায় কুড়িটি সিরিজ প্রকাশিত হয়েছিল। দীপকের বর্ণনায় নানান অবাস্তব তথ্য ও ফাঁক থাকা সত্ত্বেও গল্পগুলো পাঠকদের কাছে অত্যন্ত মনোগ্রাহী হয়েছিল।
প্রসঙ্গত, বাংলা গোয়েন্দা সিরিজের এখন ঢেউ চলছে। ফেলুদা,ব্যোমকেশ,সোনাদা, মিতিন মাসি,কিরিটি রায় কিছুই বাদ নেই। এবার নতুন সংযোজন দীপক চ্যাটার্জী। স্বপন কুমারের গোয়েন্দা নিয়ে কল্পনায় ডানা মেলে পর্দায় ঘুরে বেড়ানোর সুযোগ ছাড়তে চাইছেন না পরিচালক দেবালয়।
দীপক চ্যাটার্জির ভূমিকা ছবিতে যেমন আবির চট্টোপাধ্যায় কে দেখা যাবে। ‘বাদামি আয়নার কবলে’ গোয়েন্দা ছবিতে দীপক চ্যাটার্জির চরিত্রে যেমন আবিরকে দেখা যাবে তেমনি স্বপন কুমারের চরিত্রে থাকবেন বর্ষিয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়কে। দীপকের সহকারি রতন লালের চরিত্রে থাকবেন প্রতীক দত্ত। একেবারে অন্য লোকে এ ছবিতে নাকি ধরা দেবেন অভিনেত্রী শ্রুতি দাস। ছবির প্রথম পোস্টারে উদ্ধত পিস্তল, হাতে জ্বলন্ত টর্চ নিয়ে দীপক চ্যাটার্জির চরিত্রে আবিরের লুক যথেষ্ট আগ্রহ তৈরি করেছে।