মুম্বই : ১৮ অগস্ট বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে আর বালকি(R Balki) পরিচালিত স্পোর্টস ড্রামা ফিল্ম(Sports Drama Film) ঘুমর(Ghoomer)।সোশ্যাল সাইটে প্রকাশ্যে এল ছবির পোস্টার(Poster) ও মোশন পোস্টার(Motion Poster)।ছবিতে একজন বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাইয়ামি খের(Saiyami Kher)।তাঁর কোচের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে(Abhishek Bachchan)।ঘুমর-এ রয়েছেন শাবানা আজমি(Shabana Azmi) এবং অঙ্গদ বেদিও(Angad Bedi)।দুর্দান্ত একটি ক্যামিও রোলে বিগ বি(Amitabh Bachchan) কেও দেখা যাবে বলে সূত্রের খবর।নির্মাতারা জানিয়েছেন,চলতি সপ্তাহেই মুক্তি পাবে ঘুমর-এর ট্রেলার(Trailer)। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৩ (IFFM 2023)-এর উদ্বোধনী ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ঘুমর।সাধারণ দর্শকের জন্য ছবিটি করে বড়পর্দায় মুক্তি পাবে সেই নিয়ে রীতিমতো জল্পনা ছিল বলিপাড়ায়।কয়েকদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছে,১৮অগস্ট সিনেমাহলে আসতে পারে ঘুমর।সোমবার ছবির মোশন পোস্টার ও একাধিক পোস্টার প্রকাশ্যে এনে সেই জল্পনায় শীলমোহর দিয়েছেন নির্মাতারা।
View this post on Instagram
একজন মহিলা ক্রিকেটার,তাও যাঁর আবার ডান হাতটাই নেই।আর পাঁচটা লোকের চোখে প্রতিবন্ধী।কেউ কেউ আবার বলেন বিশেষ ভাবে সক্ষম বা স্পেশালি এবেইলড।যে যায় বলুক,সকলেই এমন মানুষদের বোধহয় একটু করুণার চোখে দেখেন।কিন্তু যুক্তিগত ভাবে এমন একজন বিশেষ ভাবে সক্ষম মহিলা ক্রিকেটার কি পারবেন দেশের হয়ে খেলতে?উত্তর আসবে একটাই,অসম্ভব। কিন্তু মানুষের জীবন সিনেমার চেয়েও নাটকীয়।যে কোনও সময়ই সেখানে ঘটে যেতে পারে ম্যাজিক।আর সেই ম্যাজিকের জোরেই অসম্ভবকে সম্ভব করে দেখাবেন এক অতি সাধারণ প্রতিবন্ধী লেডি ক্রিকেটার।আর বালকি পরিচালিত ঘুমর ছবিতে যে চরিত্রে অভিনয় করছেন সাইয়ামি খের।তাঁর কোচের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমি,অঙ্গদ বেদিকে।ক্যামিও রোলে রয়েছেন অমিতাভ বচ্চনও। মুক্তি পেয়েছে ঘুমর-এর পোস্টার ও মোশন পোস্টার।তিনদিনের মধ্যেই আসছে ছবির ট্রেলারও।
View this post on Instagram