মালায়লাম হিট ছবি ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর হিন্দি রিমেকের পরিকল্পনা করেছেন পরিচালক জগন শক্তি। ছবিতে থাকার কথা ছিল অভিষেক বচ্চন ও জন আব্রাহামের। যদিও এবার শোনা যাচ্ছে ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর কাজ ছেড়েছেন অভিষেক। তাঁর বদলে নতুন অভিনেতার খোঁজ শুরু করেছে ছবির টিম।
দোস্তানা-য় অভিষেক- জনের কেমিস্ট্রি দেখে ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এ তাদের নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। জনের সঙ্গে ফের একবার কাজ করার সুযোগে এক্সাইটেড ছিলেন অভিও। তবে শেষরক্ষা হল না। জনের সঙ্গে আর স্ক্রিন শেয়ার করা হল না অভির। চলতি বছরের নভেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু পরিকল্পনা করেছিলেন পরিচালক। প্রযোজক টিমের সঙ্গে বারবার মিটিং-এর পর ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর হিন্দি রিমেক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র বচ্চন।
আরও পড়ুন : এক ছাদের তলায় পাওলি, রাহুল
খুব শিগগিরই হয়তো জনের সঙ্গে অন্য কোনও প্রোজেক্টে কাজ করতে দেখা যাবে অভিকে। ওয়াকিবহাল মহল বলছে ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর হিন্দি রিমেক জগন শক্তির অন্যতম সেরা কাজ হতে চলেছে। ছবি থেকে অভিষেকের বাদ পড়ায় এই মুহূর্তে নভেম্বরে ছবির শ্যুটিং শুরু করা যাবে কিনা তাই নিয়েই চলছে জোরদার জল্পনা।
আরও পড়ুন : ‘হটি’ দীপিকা