মুক্তির অপেক্ষায় অভিষেক বচ্চনের ছবি ‘বব বিশ্বাস’। সুজয় ঘোষের ‘কাহানি’-র স্পিন অফ এই ছবি। ছবির পরিচালক সুজয়ের মেয়ে দিয়া অন্নপূর্ণা। ‘কাহানি’-তে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়। বব বিশ্বাসের গলায় ‘নমস্কার এক মিনিট’-এ থমকে গিয়েছিল আসমুদ্রহিমাচল। এবার আর বব বিশ্বাস রূপে শাশ্বতকে দেখতে না পেয়ে খানিক অভিমানই করেছেন বাংলার দর্শক। তবে অভিষেক শোনালেন অন্য কথা।
জুনিয়র বচ্চনের মতে, আসলে ‘বব বিশ্বাস’ এর জন্য তিনি ছিলেন পরিচালকের পহেলা পসন্দ। ‘কাহানি’র সময়ে অভিষেকের ডেটের সমস্যা ছিল তাই কাজ করতে পারেননি তিনি। ‘বব বিশ্বাস’-এর চিত্রনাট্য তৈরি হতেই অভিষেকের সঙ্গে যোগাযোগ করেন সুজয়। এবার আর সুযোগ নষ্ট করেননি অভি। চটজলদি সুজয়ের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। শুরুও করে দেন ‘বব বিশ্বাস’-এর শ্যুটিং।
শ্যুটিং চলতে চলতেই লকডাউনে বন্ধ হয়ে যায় ‘বব বিশ্বাস’-এর শ্যুটিং। ছবির সিংহ ভাগ শ্যুটিং-ই সেই সময় হয়ে গিয়েছিল। বাড়িতে আটকেছিলেন অভিষেক। তখন সময় পেয়ে ‘কাহানি’ দেখতে বসেন তিনি। দেখতে বসে তাঁর নাকি মনে হয়েছিল ‘কাহানি’র থেকে তাঁদের ‘বব বিশ্বাস’ অনেক ভাল ছবি। বাবা সুজয়ের থেকে অনেক ভাল কাজ করেছেন মেয়ে দিয়া।
‘কাহানি’-র সঙ্গে বাঙালি দর্শকের অনেকখানি আবেগ জড়িয়ে আছে। প্যান ইন্ডিয়া ছবি হিসেবে ‘বব বিশ্বাস’ থেকে শাশ্বত বাদ পড়ায় রাগ- অভিমান দুই হয়েছে বাংলার সিনেপ্রেমীদের। ‘কাহানি’ নিয়ে অভিষেকের মন্তব্য যে বাঙালি সিনেপ্রেমীদের খানিকটা হতাশই করবে তা বলাই বাহুল্য।