ওয়েব ডেক্স: ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ডিভোর্সের জল্পনা বলিউডে এখন হট টপিক। এই ইস্যুতে একবারের জন্যও মুখ খোলেননি ঐশ্বর্য ও অভিষেক কেউই। এবার নিন্দুকদের মুখে ছাই ফেলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একসঙ্গেই রয়েছেন! কয়েকদিন আগেই মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে বসে, আরাধ্যার পারফরম্যান্স উপভোগ করেছিলেন ঐশ্বর্য ও অভিষেক। একটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিষেক ঠিক করে দিচ্ছেন ঐশ্বর্যার ওড়না। এবার অভিষেক-ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে ফিরলেন।
আরও পড়ুন: বাবার বয়সি নায়কের সঙ্গে অশ্লীল নাচ করে ট্রোল উর্বশী
সম্প্রতি বর্ষবরণের ছুটি কাটিয়ে মুম্বই অভিষেক-ঐশ্বর্য ও আরাধ্যা। তিনজনকে একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে তাঁরা বাড়ি ফিরেছেন। তবে কি এত দিনের ডিভোর্সের সমস্ত জল্পনার সমাপ্তি হল! বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যা নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। কখনও শোনা যায়, সম্পত্তি নিয়ে অশান্তি। কখনও জুনিয়র বচ্চনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। এই সব গুজবকে মিথ্যে প্রমাণ করছেন তারা। এর আগে আরাধ্যার জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যাকে। আরাধ্যার স্কুল অনুষ্ঠানে তাঁদের জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
অন্য খবর দেখুন
The post একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন অভিষেক-ঐশ্বর্য first appeared on KolkataTV.
The post একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন অভিষেক-ঐশ্বর্য appeared first on KolkataTV.