অতিমারির প্রকোপ কমতেই বহু আটকে থাকা ছবি মুক্তির পথে। পরিচালক রাজর্ষী দের ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে।সত্যজিৎ রায় ‘কাঞ্চনজঙ্ঘা’ দেখেননি এমন সিনেপ্রমী বাঙালি হয়ত খুব কম জনই আছেন। ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি বাংলা ছবির দুনিয়ায় কাল্টহয়ে রয়েছে। এবার কিংবদন্তী পরিচালককে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতেই ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ বানিয়েছেন পরিচালক রাজর্ষি দে।
তবে আবার ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’র রিমেক বা সিক্যুয়াল নয়। সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়েই এই ছবি বানিয়েছেন পরিচালক।
এই ছবিতে অভিনয়ে রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট তারকারা । রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অসীম রায় চৌধুরি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রণিতা দাস, দেবশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ। ‘আবার কাঞ্চনজঙ্ঘা ‘ এমন এক ছবি যেখা স্বপ্ন সত্যি হয়। স্বভাবতই এই ছবি নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে নেটিজেনদের মধ্যে।