মুম্বই : আশিকি ৩(Aashiqui 3) তে কার্তিক আরিয়ানের(Kartick Aaryan) বিপরীতে নজর কাড়তে চলেছেন নতুন নায়িকা। গতবছরই আশিকি ৩-র আনুষ্ঠানিক ঘোষণা করেন দুই প্রযোজক ভূষণ কুমার(Bhushan Kumar) ও মুকেশ ভাট(Mukseh Bhatt)।তাঁরা জানান,অনুরাগ বসুর(Anurag Basu) পরিচালনায় ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান।তারপর থেকেই জল্পনা চলছে আশিকি ৩-র নায়িকা(Heroine)।কারণ,বলিউডের একাধিক অভিনেত্রীর নাম জল্পনায় শোনা গেলেও ছবির নায়িকার নাম এখনও ঘোষণা করেননি নির্মাতারা।অবশেষে জানা গিয়েছে,ছবিতে কার্তিকের বিপরীতে নজর কাড়তে চলেছেন নতুন মুখ আকাঙ্খা শর্মা(Akansha Sharma)।ইতিমধ্যেই কন্নড় ছবিতে(Kannad Film Industry) দারুণ পরিচিত মুখ আকাঙ্খা।তবে আশিকি ৩ নায়িকার প্রথম বলিউড ছবি(Bollywood Film) হতে চলেছে।২০২৪ সালে ছবির শ্যুটিং শুরু হবে।
গতবছরই আশিকি ৩-র আনুষ্ঠানিক ঘোষণা করেন ভূষণ কুমার ও মুকেশ ভাট।রাহুল রায় ও আদিত্য রয় কাপুরের পর আশিকি ৩-র লিড রোলে যে কার্তিক আরিয়ানই অভিনয় করবেন,এমনটা তখনই ঘোষণা করেছিলেন প্রযোজকরা।সেই থেকেই জল্পনা চলছে,আশিকি ৩ তে কার্তিকের নায়িকা হিসেবে কোন বলি অভিনেত্রী জুটি বাঁধছেন। চর্চায় উঠে এসেছে জেনিফার উইঙ্গেট,ক্যাটরিনা কাইফ এমনকি দীপিকা পাডুকোনের নাম।কিন্তু নির্মাতারা জানিয়েছিলেন,কার্তিকের নায়িকার চরিত্রে আশিকি ৩তে নতুন মুখ চাইছেন তাঁরা।সদ্যই খবর মিলেছে,ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করবেন আকাঙ্খা শর্মা।আশিকি ৩ দিয়েই নায়িকার বলিউডে অভিষেক হতে চলেছে।ইতমধ্যেই বহু কন্নড় ছবিতে অভিনয় করে দারুণ নজর কেড়েছেন আকাঙ্খা।খুব শীঘ্ই নাকি ছবির নায়িকার নাম ঘোষণা করতে পারেন নির্মাতারা।চলতি বছরে কার্তিকের টাইট সিডিউল।বর্তমানে কবীর খানের পরিচালনায় চন্দু চ্যাম্পিয়ন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভুল ভুলাইয়া ২-র তারকা।পাইপলাইনে রয়েছে আরও অনেক ছবি।নির্মাতা সংস্থা সূত্রে জানা যাচ্ছে,আগামী বছরের প্রথম দিকেই ফ্লোরে আসতে পারে আশিকি ৩।
View this post on Instagram