মেয়ের এনগেজমেন্ট পার্টিতে নাইনটিজের নস্টালজিয়া ফিরিয়ে আনলেন আমির খান।শুক্রবার সন্ধ্যায় বিশেষ বন্ধু নূপুর শিখরের সঙ্গে এনগেজমেন্ট সারলেন আমির তনয়া ইরা খান।জমকালো সেই অনুষ্ঠানে আমির খান তো ছিলেনই।এসেছিলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্তা,কিরণ রাও।এসেছিলেন দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখ।পাশাপাশি নূপুর-ইরার এনগেজমেন্ট পার্টিতে হাজির ছিলেন লাল সিং চাড্ডা তারকার পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা।অনুষ্ঠানে খোশমেজাজেই ছিলেন আমির খান।কিন্তু অভিনেতা পার্টিতে এমন একটি কীর্তি ঘটিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কয়ামত সে কয়ামত তক ছবির সেই জমজমাট গান পাপা কেহতে হ্যায় ভুলে গিয়েছেন মিস্টার পারফেকসনিস্টের এমন ভক্ত বোধহয় খুঁজলেও মিলবে না।মেয়ের এনগেজমেন্ট পার্টিতে সেই গানেই নাচলেন আমির খান।
আরও পড়ুন – Ira Khan Engagement Party: মেয়ের এনগেজমেন্টে জমকালো পার্টি আমিরের;
View this post on Instagram
জনৈক অতিথি সেই বিশেষ মূহুর্তের ভিডিয়ো শ্যুট করে নেন।ভিডিওটি ভাইরাল হতে কিন্তু মোটেও বেশি সময় নেয়নি।বয়স বেড়েছে,পাক ধরেছে চুলে কিন্তু আজও একটুও টলেনি আমিরি ম্যাজিক।নিজের নাচ দিয়েই যেন তা বুঝিয়ে দিলেন বলি সুপারস্টার।
আরও পড়ুন – Kareena Kapoor Khan-Hansal Mehta’s Thriller Film : বেবোর প্যাকআপ