দীর্ঘ দিন ধরে মুক্তি পায়নি আমির খানের কোন ছবি। ‘লাল সিং চাড্ডা’র জন্য দীর্ঘ প্রতীক্ষা করছেন আমির ভক্তরা।২০২২এর ভ্যালেন্টাইনস্ ডে উপলক্ষে ১১ফেব্রুয়ারি ছবি মুক্তির দিনক্ষণ ঠিক করে ফেলেছেন মিস্টার পারফেকসনিস্ট এবং পরিচালক অদ্বৈত চন্দন।সদ্যই ছবি নিয়ে মিলেছে নতুন খবর।ছবির মুখ্য চরিত্র ‘লাল সিং চাড্ডা’ ওরফে আমিরের জীবনযাত্রা নিয়েই তৈরি হয়েছে ছবির কাহিনি ও চিত্রনাট্য।ছবিতে উঠে আসবে ১৯৬৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ সময়।সত্তরের দশকের এমার্জেন্সি পিরিওড থেকে ১৯৮৩র ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়, কিংবা ১৯৯৯এর কার্গিল যুদ্ধের মতো দেশের আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনাই ‘লাল সিং চাড্ডা’-তে তুলে ধরেছেন পরিচালক অদ্বৈত চন্দন।
ছবিতে নানা ভূমিকায় দেখা যাবে আমির খানকে।তাঁর বিপরীতে থাকছেন করিনা কাপুর খান,রয়েছেন নাগা চৈতন্যের মতো দক্ষিণী অভিনেতাও।শোনা যাচ্ছে, ছবিতে ক্যামিও রোলে নজর কাড়বেন কিং খানও।গত ২০১৮সাল থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।একটানা ছবির শ্যুটিং করতে পারেননি আমির-করিনারা।করোনা সংক্রমণের জন্যও গত বছর ব্যাঘাত ঘটেছে শ্যুটিংয়ের।তবে সদ্যই ‘লাল সিং চাড্ডা’-র শ্যুটিং শেষ হয়েছে বলেই খবর।বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে আমিরের ‘লাল সিং চাড্ডা’,এমনটাই আশা বলি বিশেষজ্ঞদের।