ওয়েব ডেস্ক: একদিকে সর্বভারতীয় বক্সঅফিসে একের পর এক ধরাশায়ী হচ্ছে বলিউডের ছবি। আবার অন্যদিকে দক্ষিণ ভারতের ছবিগুলো জানো বলিউডের বাজার ছিনিয়ে নিচ্ছে দক্ষিণ ভারতের ছবির বাজার। ক্রমেই যেন ভারতের দক্ষিণে চলচ্চিত্রের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে বলিউড! অর্থাৎ বলিউড হিট ছবির সংখ্যা এখন কমের দিকে।
গতকাল, WAVES ’25 সামিটে(World Audio Visual and Entertainment Summit 2025, in Mumba) যোগ দিয়েছিলেন আমির খান(Amir Khan)। সেখানেই তিনি বলিউড ছবির বক্স অফিস ব্যর্থতা নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন যে সিনেমা হল সংকটের কারণেই বক্স অফিসে বলিউড ছবিকে সংগ্রাম চালাতে হচ্ছে। তিনি আরো জানান যে ভারতে যত মানুষ বাস করেন তার তুলনায় আমাদের দেশে যথেষ্ট অল্প সংখ্যক সিনেমা হল রয়েছে। সব মিলিয়ে ভারতে ১০০০০ স্ক্রিন রয়েছে। ভারতবর্ষের জনসংখ্যার এটি এক শতাংশ। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের চল্লিশ হাজার স্ক্রিন রয়েছে। চিনে আছে ৯০০০০। আর আমাদের দশ হাজারের মধ্যে অর্ধেক আছে দক্ষিণ ভারতে।
খুব স্বাভাবিক কারণেই আমি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন একটি হিন্দি ছবির জন্য 5000 স্ক্রিন বছরের পর বছর ধরে আমাদের সবচেয়ে হিট সিনেমাগুলো তিন কোটি মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন যা মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।
চলচ্চিত্রপ্রেমী দেশ হিসেবে স্বীকৃত একটি রাষ্ট্রে, মাত্র ২ শতাংশ মানুষ সবচেয়ে হিট সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দেখে। তাহলে বাকি ৯৮ শতাংশ মানুষ সিনেমাটি কোথায় দেখছে?”
আবার ভেবে দেখবেন ভারতের কোন কোন জেলায় একটাও সিনেমা হল দেখতে পাবেন না। আমির বলেন আমার সব সময় মনে হয় ভারতে আরও কিছু থিয়েটারের প্রয়োজন। বলতে বাধা নেই গত কয়েক দশক ধরে আমরা সবচেয়ে বড় যে সংকটের মধ্যে দিয়ে গিয়েছি তা হলো থিয়েটারের সংখ্যা!