চলতি বছরের জুলাই মাসে আলাদা হয়েছেন আমির খান, কিরণ রাও। আমির-কিরণের হঠাৎ বিচ্ছেদের সংবাদে হতচকিত হয়ে গিয়েছিলেন অনেকেই। ছেলে আজাদের জন্মদিন ফের মিলিয়ে দিল আমির –কিরণকে।
সদ্যই ১০-এ পা দিল আমির- কিরণের ছেলে আজাদ। ছেলের জন্মদিনে বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন আমির- কিরণ। ঘরোয়া পার্টিতে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করল আমির-পুত্র। কেক কাটার মুহূর্তে সন্তানের দুপাশে দেখা মিলল মা- বাবা, কিরণ আর আমিরের। ঘরোয়া জমায়েতে ক্যাজুয়াল লুকেই ছিলেন আমির। খানা- পিনা সবই চলেছে চুটিয়ে। ব্লু টি-শার্ট, বেজরঙা প্যান্টে বরাবরের মতোই হ্যান্ডসাম লাগছিলেন মিস্টার পারফেকশনিস্ট। হাসি মুখে ছেলের জন্মদিনের ব্যস্ততা সামলেছেন কিরণও। দাম্পত্যে ইতি সত্ত্বেও সন্তানের দায়িত্ব ভাগ করে নিয়ে উদযাপনে মেতেছেন প্রাক্তন দম্পতি- দেখে রীতিমতো মুগ্ধ নেট দুনিয়া।
View this post on Instagram
সোশ্যাল সাইটে আজাদের জন্মদিনের টুকরো ছবি শেয়ার করেছেন আমিরের বন্ধু, লেখিকা শোভা দে। ছবি ক্যাপশনে শোভা লিখেছেন, ঘরোয়া পরিবেশে একটি সুন্দর- উষ্ণ সন্ধ্যার উদযাপন, সঙ্গে ঘরের রান্না।