ওয়েব ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান(Bollywood Mister Perfectionist Amir Khan) কি তৃতীয় বিয়ে সেরে ফেললেন! কিরণ রায়ের(Kiran Rao) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর পরই গৌরী স্প্র্যাট(Gauri Spratt)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন এই বলিউড জনপ্রিয় অভিনেতা । গৌরীকে বিয়ের(Marriage) প্রসঙ্গে আমির খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে ফেলেছেন। কবে তিনি ছাদনাতলায় আবার যাচ্ছেন এই প্রশ্নের উত্তরে আমি বলেন,’আমরা একসঙ্গে রয়েছি একে অপরের বিষয় ভীষণ সিরিয়াস। আসলে আমি মনে মনে গৌরীকে বিয়ে করেই ফেলেছি। এবার কবে সেটা আনুষ্ঠানিক হবে কিংবা আদৌ হবে কিনা সেটা সময়ের ওপরই নির্ভর করছে!
আরও পড়ুন:বিজয়-রশ্মিকার প্রেম কী গোপন অধ্যায়, নাকি শুধুই জল্পনা!
কিন্তু বলিউডের অন্দরমহল এর খবর নাকি সমস্ত অতীত ভুলে আমি জীবনের নতুন ইনিংস শুরু করে দিয়েছেন। সম্প্রতি জানা গিয়েছিল ব্যাঙ্গালুর এক লাস্যময়ীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন। পরিবারের সঙ্গে আলাপ পর্ব মিটে গেছে । সম্প্রতি আমির খান তার ষাট বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এবার তাজা খবর শোনা যাচ্ছে যে তৃতীয়বারের বিয়েটা তিনি নাকি সেরে ফেলেছেন! অনেকেরই কৌতুহল তবে কি সত্যি নিয়ম-রীতি মেনে আগেরবারের মতো এবারে বিয়ে করেছেন মিস্টার পারফেকশনিস্ট!
১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে আমির প্রথম বিয়ে। তাঁদের দুই সন্তানও রয়েছে—ইরা খান এবং জুনায়েদ খান। ২০০২ সালে বিবাহবিচ্ছেদ। তিন বছর পর ২০০৫ সালে ফিল্মমেকার কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। আমি-কিরণের একটি পুত্রসন্তানও রয়েছে, আজাদ। সারোগেসির মাধ্যমে জন্ম হয় আজাদের।