মুম্বই : নয়া পরিকল্পনার কথা শোনালেন আমির খান(Aamir Khan)।গতবছর লাল সিং চাড্ডা(Laal Singh Chaddha)-র ব্যর্থতার পর বলিউড ইন্ডাস্ট্রি(Bollywood Industry) থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন মিস্টার পাফেকসনিস্ট(Mister Perfectionist)।সম্প্রতি একটি বুক লঞ্চের অনুষ্ঠানে দুই প্রাক্তন স্ত্রী কিরণ(Kiran Rao),রীনা(Rina Dutta) ও ছেলে জুনেইদকে(Junaid Khan) নিয়ে হাজির ছিলেন অভিনেতা।সেখানে আমির জানান,নিজের পরিবার ও ছেলেমেয়েদের(Family And Childrens) সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।এখনই কোনও ছবিতে অভিনয় করার পরিকল্পনা নেই।তবে নিজের প্রযোজনা সংস্থার(Production House) জন্য অনেকটাই সময় দিচ্ছেন।নতুন প্রজন্মের জন্য বড় প্ল্যাটফর্ম হতে চলেছে আমির খান প্রোডাকশনস(Aamir Khan Productions)।মিস্টার পারফেকসনিস্ট সাফ জানাচ্ছেন,নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্ঠ প্রতিভাবান।তাঁদের অভিনব আইডিয়া যেটা পছন্দ হবে,সেই গল্প নিয়েই ছবি তৈরি করবেন তিনি।খুব শীঘ্রই স্প্যানিশ স্পোর্টস ড্রামা ফিল্ম(Spanish Sports Film) চ্যাম্পিয়নস(Champeons)-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন আমির।যে ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে।পাশাপাশি ছেলে জুনেইদকে নিয়ে একটি থাই ফিল্মের হিন্দি রিমেক প্রযোজনা করবেন তিনি।
সোমবার সন্ধ্যায় খুড়তুতো ভাই মনসুর খানের নতুন বই লঞ্চের অনুষ্ঠানে এসে জানালেন,খুব শীঘ্রই ক্যামেরার সামনে আসবেন না তিনি।বরং ক্যামেরার পিছনে অফিসে বসে আপাতত নিজের প্রযোজনা সংস্থার কাজ করবেন।নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস তৈরি করেছেন অনেক আগেই।যদিও সেইভাবে ছবি তৈরি করেনি আমিরের সংস্থা।তবে খুব শীঘ্রই তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরে আগামী দিনে একঝাঁক ছবি আসতে চলেছে।এমনটা আগাম জানাচ্ছেন মিস্টার পারফেকসনিস্ট।আমির চান নবীন প্রজন্মের প্রতিভার প্ল্যাটফর্ম হয়ে উঠুক তাঁর সংস্থা।ইয়ংস্টারদের নতুন আইডিয়া নিয়ে যে গল্পই তাঁর পছন্দ হবে ছবি তৈরি করবেন।এমনিক একসঙ্গে দু-তিনটি ছবি তৈরি করতেও আপত্তি নেই মিস্টার পারফেকসনিস্টের। নতুন পরিচালক, চিত্রনাট্য-সংলাপকারদের পাশাপাশি তরুণ অভিনেতা-অভিনেত্রীদেরও প্রচারের আলোয় নিয়ে আসবে আমিরের সংস্থা।দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল আমিরের শেষ ছবি লাল সিং চাড্ডা।ছবি নিয়ে প্রত্যাশা থাকলেও ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক যে ভাল ব্যবসা করেনি তা আজ আর বলার অপেক্ষা রাখে না।আপাতত অভিনয় থেকে খানিকটা দুরত্ব বজায় রেখে প্রযোজকের দায়িত্ব পালন করছেন আমির খান।তবে অভিনেতার পাইপলাইনে রয়েছে অনেক ছবি।প্রযোজনার পাশাপাশি কোন ছবির হাত ধরে অভিনয়ে ফেরেন মিস্টার পারফেকসনিস্ট এখন সেটাই দেখার।