মুম্বই : শাহরুখ খানের(Shahrukh Khan) সঙ্গে ডাঙ্কি(Dunki)-র পর নতুন ছবি নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি(Rajkumar Hirani)।শোনা যাচ্ছে ক্রিকেটার লালা অমরনাথের(Lala Amarnath) বায়োপিক(Biopic) তৈরি করবেন পরিচালক।ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য(Screenplay) লেখার কাজও শুরু হয়ে গিয়েছে।২০২৪সালে বায়োপিকের শ্যুটিং শুরু হওয়ার কথা।জানা যাচ্ছে,থ্রি ইডিয়টস(3 Idiots) ও পি কে(P K)র পর লালা অমরানাথের বায়োপিক নিয়ে আমির খানের(Aamir Khan) সঙ্গেই জুটি বাঁধতে চান রাজু।মিস্টার পারফেকসনিস্ট নাকি ছবির গল্প শুনে দারুণ আগ্রহও দেখিয়েছেন।কিন্তু নানা কারণে আপাতত অভিনয় জীবন থেকে বিরতি নিয়েছেন অভিনেতা।তাই লালাজির(Lalaji) বায়োপিকে আমির শেষ পর্যন্ত অভিনয় করতে রাজি না হলে রণবীর কাপুরকেই(Ranbir Kapoor) সেই চরিত্রে বেছে নিতে চান রাজকুমার হিরানি।লালা অমরনাথের বায়োপিক নিয়ে পরিচালককে সবুজ সংকেত দিয়েছেন জুনিয়র আর কে।যদিও লালাজির চরিত্রে আমিরই যে রাজুর পয়লা পসন্দ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।এবার শেষ পর্যন্ত কে ছবিতে জায়গা করে নেন এখন সেটাই দেখার।
ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ক্রিকেটার তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর মহিন্দর অমরনাথের বাবা লালা অমরনাথের বায়োপিক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন সেই ২০২১সাল থেকেই।সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-র পর লালা অমরনাথের বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি।২০২২সালেই বায়োপিক নিয়ে কাজ শুরু করে দেবেন পরিচালক,এমনটাও শোনা গিয়েছিল।কিন্তু নানা কারণে,লালা অমরনাথের বায়োপিককে হোল্ডে রেখে শাহরুখ খানকে নিয়ে ডাঙ্কি-র শ্যুটিং শুরু করেন রাজু।পাশাপাশি ডেবিউ ওয়েব সিরিজের কাজও ইতিমধ্যেই সেরে ফেলেছেন মুন্নাভাই খ্যাত পরিচালক।আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ডাঙ্কি।বলিপাড়ায় জোর গুঞ্জন,২০২৪সালের প্রথম দিকেই লালা অমরনাথের বায়োপিক ফ্লোরে আসতে পারে।লালাজির ভূমিকায় আমির খানকে মাথায় রেখেই ছবিটি তৈরির পরিকল্পনা করছেন রাজকুমার হিরানি।
যদিও গতবছর লাল সিং চাড্ডা-র ব্যর্থতার পর আমির জানিয়েছিলেন অভিনয় থেকে আপাতত বিরতি নিচ্ছেন তিনি।সদ্যই অভিনেতা আরও জানিয়েছেন,খুব শিগগির ক্যামেরার সামনে আসার কোন প্ল্যান নেই।বরং প্রযোজনা সংস্থার দায়িত্ব মন দিয়ে সামলাতে চান তিনি।প্রতিভাবান তরুণ তুর্কিদের প্ল্যাটফর্ম হতে চলেছে তাঁর আমির খান প্রোডাকশনস।আগামী দিনে একঝাঁক নতুন ছবি তৈরি করবেন বলেও জানান মিস্টার পারফেকসনিস্ট।তাই শেষ পর্যন্ত ছবিতে কাজ করতে রাজি না বলে প্ল্যান বি হিসেবে লালাজির বায়োপিকের জন্য রণবীর কাপুরকেও রাজু বেছে নিতে পারেন।ইতিমধ্যেই নাকি রণবীরের সঙ্গে একদফা আলোচনাও সেরে ফেলেছেন পরিচালক।তবে আমির খান ফের ক্যামেরার সামনে ফিরলে রণবীরের আর লালাজি সাজা হবে না।