ওয়েব ডেস্ক: দাদাসাহেব ফালকে(Dadasaheb Phalke) চলচ্চিত্র জগতের একটি অতি পরিচিত নাম। যাকে ‘ভারতীয় চলচ্চিত্রের জনক'(Father of Indian Cinema) বলা হয়। যার আসল নাম ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। ১৯১৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ভারতীয় চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র'(Raja Harishchandra) তিনি তৈরি করেছিলেন। ‘দাদাসাহেব ফালকে'(Dadasaheb Phalke Award) নামাঙ্কিত ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন:গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষিয়ান পরিচালক প্রভাত রায়! কী হয়েছে তাঁর!
এবার সেই দাদাসাহেব ফালকের জীবনের উপর তৈরি হতে চলেছে এক বায়োপিক(Biopic on Dadsaheb Phalke)। আর সেই চরিত্রেই নাকি দেখা যাবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট'(Mr. Perfectionimt) অর্থাৎ আমির খানকে(Amir Khan)। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি(Director Rajkumar Hirani)। এই ছবি নিয়ে গত চার বছর ধরে গবেষণা চলছে। চিত্রনাট্যকে আরো নিখুঁত করে তৈরি করার জন্য দুজনেই যথেষ্ট পরিশ্রম করছেন। ভারতীয় চলচ্চিত্রের জনকের প্রতি এটি হবে ‘হিস্টোরিকাল ট্রিবিউট’। এমনটাই ধারণা ছবি নির্মাতাদের।
প্রসঙ্গত, ১৯১৩ থেকে শুরু করে ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে তৈরি হবে দাদাসাহেব ফালকের বায়োপিক। ‘রাজা হরিশচন্দ্র’ তৈরীর পেছনে যে অজানা কাহিনী লুকিয়ে আছে তা দিয়েই শুরু হবে এই ছবির যাত্রা। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে সেই কাহিনী দেখতে পাবে দর্শকরা। অবশ্যই তাতে পরিচালক রাজকুমার হিরানির নিজস্ব স্টাইলে ধরা কিছু মর্মস্পর্শী তুলির টান। নিখুঁত প্রস্হেটিক্স মেকআপের মাধ্যমে ভারতের নির্বাক ছবির যুগকে ফিরিয়ে আনা হবে বড় পর্দায়।
প্রসঙ্গত, আমির খান এবং রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’ পর তৃতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছে। খুব স্বাভাবিক কারণেই ভক্তদের উচ্চাকাঙ্ক্ষা ক্রমশই বাড়ছে। বলা যেতে পারে আগামী বছরে বলিউডে অনেক বড় ক্যানভাসে এই ছবি মুক্তি পাবে। এবার দেখার যে ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’ এর চরিত্র মিস্টার পারফেকশনিস্ট পর্দায় কতটা নিখুঁতভাবে তুলে ধরতে পারেন।