মুম্বই : আমির খানের(Aamir Khan) সঙ্গে এবার জুটি বাঁধছেন তাঁর ছেলে জুনেইদ খান(Junaid Khan)।বলিপাড়া সূত্রে খবর,গতবছরই নাকি থাই ফিল্ম(Thai Film) ওয়ান ডে(One Day)-র স্বত্ব(Rights) কিনেছেন মিস্টার পারফেকসনিস্ট(Mr. Perfectionist)। ছবিটির বলিউড রিমেক করতে চান তিনি। আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন জুনেইদ খান।অভিনয় না করলেও ছবিটি প্রযোজনার দায়িত্ব সামলাবেন আমির খান।পরিচালনা করবেন আমিরের ঘনিষ্ঠ পরিচালক সুনীল পাণ্ডে(Sunil Pandey)।হিন্দি রিমেকের চিত্রনাট্যও তিনিই লিখেছেন।ছবিতে একজন ৩০বছর বয়সী আইটি অফিসারের(It Officer) চরিত্রে দেখা যাবে জুনেইদকে।তবে তাঁর নায়িকার চরিত্রে কে থাকছেন সেই নিয়ে রীতিমতো জল্পনা চলছে।তবে ছবির কাস্টিং নিয়েই কাজ চলছে।কিছুদিনের মধ্যেই ছবির ঘোষণা হতে পারে।অক্টোবরে জাপানে শুরু হবে ওয়ান ডে-র হিন্দি রিমেকের শ্যুটিং।
বলিউডে পা রাখছেন আমির খানের ছেলে জুনেইদ খান।আমির খানের প্রযোজনায় নয়,যশ রাজ ফিল্মসের হিস্টোরিক্যাল ড্রামা ফিল্ম মহারাজ-এ অভিনয় করে বলিউডে ডেবিউ করবেন জুনেইদ খান।যে ছবিতে দেখা যাবে শর্বরী ওয়াহ ও জয়দীপ আহলাওয়াতকে।২০২৪সালেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি বনি কাপুর ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গেও একটি রোম্যান্টিক ফিল্মে অভিনয় করবেন আমিরপুত্র।নভেম্বরে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।শোনা যাচ্ছে,জুনেইদের কেরিয়ারের তৃতীয় ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে আমির খানের সংস্থা।২০১৬সালে মুক্তিপ্রাপ্ত থাইল্যান্ডের ছবি ওয়ান ডে-র হিন্দি রিমেক হতে চলেছে আমির-জুনেইদ জুটির প্রথম ছবি।যে ছবিতে একজন চতুর আইটি অফিসারের ভূমিকায় দেখাব যাবে আমিরের ছেলেকে।
ছবির কাস্টিং নিয়েই ব্যস্ত রয়েছেন পরিচালক সুনীল পাণ্ডে।অক্টোবর মাস থেকে জুনেইদকে নিয়ে জাপানে ওয়ান ডে-র রিমেক ফিল্মের শ্যুটিং শুরু করবেন পরিচালক। প্রসঙ্গত,লাল সিং চাড্ডা-র শ্যুটিং শুরুর আগে জুনেইদকে নিয়েই লুক টেস্ট করেছিলেন পরিচালক অদ্বৈত চন্দন।এমনকি লাল সিং চাড্ডা-র চরিত্রে জুনেইদ অভিনয় করবেন,এমনটা মোটামুটি পাকাও হয়ে গিয়েছিল।কিন্তু শেষ পর্যন্ত ছবিতে লালের ভূমিকায় জায়গা করে নেন আমির খান।অবশ্য বলিউড ফিল্মে জুনেইদের অভিষেক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।