মুম্বই : বলিউডে তৈরি হতে চলেছে পাবলিক প্রসিকিউটর(Public Prosecutor) উজ্বল নিকমের(Ujjwal Nikam) বায়োপিক(Biopic)।এবং, সেই বায়োপিক নির্মাণে হাত মেলাচ্ছেন আমির খান(Aamir Khan) ও দীনেশ ভিজন(Dinesh Vijan)।অভিনয় নয়,আপাতত ছবির প্রযোজনাতেই মন দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট।একঝাঁক নতুন ছবি তৈরি করছে আমিরের সংস্থা আমির খান প্রোডাকশন(Aamir Khan Production)।শোনা যাচ্ছে,আমিরের হিটলিস্টে রয়েছে পাবলিক প্রসিকিউটর উজ্বল নিকমের বায়োপিক।অতিমারীর আগেই নাকি ছবি তৈরির পরিকল্পনা সেরে ফেলেছিলেন আমির খান।এমন কি উজ্বল নিকমের চরিত্রে অভিনয়ও করার কথা ছিল অভিনেতার।কিন্তু গতবছর লাল সিং চাড্ডা(Laal Singh Chaddha) সুপার ফ্লপ করার পর এখনই আর অভিনয়ে ফিরতে চাননা তিনি।উজ্বল নিকমের বায়োপিকের প্রযোজনার দায়িত্বটুকুই ভাল ভাবে সামলাতে চান আমির।ছবিটি সহ প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন বলিউডের অন্যতম প্রযোজক দীনেশ ভিজন।ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ চলছে পুরোদম। ২০২৪ সালে শুরু হবে উজ্বল নিকমের বায়োপিকের শ্যুটিং।
দীর্ঘ প্রতীক্ষার পর গতবছর মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা।ছবি বক্সঅফিসে চুড়ান্ত ব্যর্থ হওয়ার পর অভিনয় থেকে বিরতি নিয়েছেন পর্দার লাল সিং চাড্ডা ওরফে আমির খান।কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রযোজনা সংস্থার জন্য নিয়মিত সময় দিচ্ছেন তিনি।আমির খান প্রোডাকশনসের ব্যানারে আগামী দিনে আসতে চলেছে একের পর এক ছবি।তরুণ প্রতিভার জন্য প্ল্যাটফর্ম হোক তাঁর প্রযোজনা সংস্থা।এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছিলেন আমির খান।স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়নস-এর হিন্দি রিমেকের পাশাপাশি জয় জয় জয় হে-র রিমেক,প্রীতম পেয়ারে,লাপাতা লেডিস এবং থাই ছবি লাভ টুডে-র হিন্দি রিমেকের প্রযোজনা করতে চলেছেন মিস্টার পারফেকসনিস্ট।শোনা যাচ্ছে,তালিকায় কয়েছে পাবলিক প্রসিকিউটর উজ্বল নিকমের বায়োপিক।
২০১৯ সালেই নাকি ছবিটি তৈরি করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন আমির খান।এমনকি মুখ্যচরিত্রে অভিনয়ও করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি।কিন্তু অভিনয় নয়,শুধুমাত্র বায়োপিকের প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করতে চান আমির।ছবির সহপ্রযোজক হিসেবে একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলেছিলেন অভিনেতা।শেষ পর্যন্ত দীনেশ ভিজনের ম্যাডক ফিল্মসের সঙ্গে উজ্বল নিকমের বায়োপিক নিয়ে জুটি বাঁধছেন মিস্টার পারফেকসনিস্ট।যদিও ছবিতে কে মুখ্যচরিত্রে অভিনয় করবেন কিংবা পরিচালনার দায়িত্বে কে থাকছেন এখনই জানা যাচ্ছে না।২০২৪সালে আমিরের প্রযোজনায় বেশ কয়েকটি ছবির শ্যুটিং শুরু হবে।যার মধ্যে অন্যতম হতে চলেছে উজ্বল নিকমের বায়োপিক।