চেন্নাইতে অস্কারজয়ী জনপ্রিয় সংগীত শিল্পী এ আর রহমানের কনসার্টে অব্যবস্থার অভিযোগে ক্ষুব্ধ ভক্তরা। রহমানের কনসার্ট পরিণত হলো বিভীষিকায়। সোশ্যাল মিডিয়ায় উঠল নিন্দার ঝড়।
রবিবার হাজার হাজার অনুরাগী এ আর রহমানের কনসার্টে যোগ দিয়েছিলেন। এতটাই ভিড় হয়েছিল যে পদপিষ্ঠ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। বহু মানুষ টাকা দিয়ে টিকিট কেটেও ভেতরে প্রবেশ করতে পারেননি। এক কথায় চরম বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়েছিল। শো এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খুব উপড়ে দিয়েছেন বহু দর্শক। অবশেষে গোটা ঘটনায় মুখ খুলেছেন খোদ রহমান।অনুষ্ঠানের নাম ছিল ‘Marakkuma Nenjam’ ।
রহমানের এদিন টুইটারে একটি পোস্ট করে এই অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন,’চেন্নাইয়ের ভক্তরা যারা টিকিট কেটে প্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, তাদের অনুরোধ করবো তারা যেন তাদের টিকিটের কপি arr4chennai@btos.in-এ শেয়ার করেন। নিজেদের সমস্যা কথা জানো এই ইমেইল আইডিতে জানান। আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে’।
ইনস্টাগ্রামে ও গায়ক এ বিষয়ে পোস্ট করে লেখেন, ‘ সকলে আমায় G.O.A.T( Greatest Of All Time) বলে থাকেন,কিন্তু এবার আমি না হয় বলির পাঁঠা হলাম যাতে সকলে সচেতন হোন এবং চেন্নাইয়ের লাইভ আর্টে আরোও উন্নত মানের পরিষেবা পান। সকলে যেন মহিলা শিশুদের নিরাপত্তার দিকটাও খেয়াল রাখে।’
এক ব্যক্তি এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘আমার দেখা সবথেকে জঘন্য কনসার্ট। ভিআইপি জনের টিকিট ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা বিক্রি হয়েছে। তার পরেও কোন নিরাপত্তা ছিল না। আয়োজকরা অবশ্যই অতিরিক্ত টিকিট বিক্রি করেছেন। vip জোন থেকেও স্টেজ দেখা যায়নি। কোন বাউন্সারের ব্যবস্থা ছিল না। সব জায়গা থেকেই লোক ভিআইপি জন্য ঢুকে পড়ছিল।’
এ.আর রহমানের এই চেন্নাই কনসার্ট যেন অনেকের কাছেই দুঃস্বপ্নের অপর নাম হয়ে থাকবে।যদিও এসব কথায় কর্ণপাত করতে নারাজ আয়োজকরা। তাদের মতে শো ছিল হাউসফুল। তারা চেন্নাই আদর্শ এবং এ আর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকে অনুষ্ঠানের অরাজকতার ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ভয়ংকর
অব্যবস্থাপনা’। এজন্য তাঁরা সঙ্গীত শিল্পীর দলের প্রতি প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। ক্ষুব্ধ অনেকে লিখেছেন, ‘যারা ২০০০ টাকার টিকিট কিনেছিলেন তারা কনসার্টে প্রবেশ করতেও পারেননি। চারিদিকে মারামারি ধাক্কাধাক্কি সবমিলিয়ে অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।’