ক্রিসমাসের বক্সঅফিসে নিরঙ্কুশ ভাবেই রাজত্ব করতে চলেছে ‘৮৩’।কিছুদিন আগেই জানা গিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ২৩ ডিসেম্বর ছবি মুক্তির দিন ধার্য করেছেন নির্মাতারা।ওইদিনই গোটা দেশে দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে অল্লু অর্জুন এবং ফাহাদ ফাজিল অভিনীত ‘পু্ষ্পা পার্ট ওয়ান’-, এমনটাও খবর মিলেছিল।দুটি ছবিই বিগবাজেট এবং রীতিমতো মাল্টিস্টারার,কাজেই বক্সঅফিসের লড়াইটা ভালোই জমবে, এমনটাই ভেবেছিলেন বলি বিশেষজ্ঞরা কিন্তু শনিবার জানা গিয়েছে ‘পুষ্পা’-র মুক্তি এগিয়ে এনেছেন নির্মাতারা।২৩ডিসেম্বরের বদলে ১৭ ডিসেম্বর বড়পর্দায় আসছে এই মাল্টিলিঙ্গুয়াল দক্ষিণী ছবি।
আরও পড়ুন – ক্রিসমাসে কপিলদেবের বায়োপিক
শোনা যাচ্ছে,কপিলদেবের বায়োপিক ‘৮৩’-র সঙ্গে বক্সঅফিসের কোনরকম প্রতিযোগিতায় যেতে নারাজ ‘পুষ্পা’-র নির্মাতারা।৮৩-র সাফল্যের প্রভাব পড়তে পারে ছবির বক্সঅফিস কালেকশনে,সেই কারণেই ‘পুষ্পা’-র মুক্তি পিছিয়ে দিয়েছেন তাঁরা।এতেই হাসি ফুটেছে রণভীর সিং,কবীর খানদের মুখে।গতবছর থেকেই বারবার পিছিয়েছে ‘৮৩’-র মুক্তি।বড়পর্দায় কপিলদেবের গল্প দেখার অপেক্ষায় রয়েছেন গোটা দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষ।ছবি দুর্দান্ত সাফল্য পাক বক্সঅফিসে,এমনটাই চাইছেন ছবির নির্মাতা এবং সমস্ত কলাকুশলীরা।
আরও পড়ুন – একঝাঁক ছবির মুক্তি
তবে বছরের শেষটা নিশ্চিন্তে কাটাতে পারবেন না রণভীর সিংরা,ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবেন কবীর সিং শাহিদ কাপুর।কারণ ৩১ডিসেম্বর বড়পর্দায় মু্ক্তি পাবে শাহিদের আপকামিং ছবি ‘জার্সি’।
আরও পড়ুন – শাহিদের স্মৃতি জুড়ে ‘জার্সি’