ক্রিসমাসে মুক্তির অপেক্ষায় কপিলদেবের বিশ্বকাপ জয়ের গল্প নতুন ছবি ‘৮৩’।ট্রেলারের পর মুক্তি পেল কবীর খান পরিচালিত এই ছবির নতুন গান ‘লেহড়া দো’।প্রীতমের সুরে আবেগপূর্ণ এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং।লেহড়া দো-র কথা কৌসর মুনিরের।’৮৩’-র নতুন গান জুড়ে রয়েছে ১৯৮৩র বিশ্বকাপজয়ী দলের সদস্যের চরিত্ররা,এবং অতি অবশ্যই কপিলদেব রূপী রণভীর সিং।তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাকিব সালেম,পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিন ছাড়া আরও একঝাঁক অভিনেতা।আপাতত বড়পর্দায় ‘৮৩’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।