৩ সেপ্টেম্বর, সিনেমাপ্রেমী বাঙালির কাছে এক স্মরণীয় দিন। এদিন মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। বরাবরের মতো ম্যাটিনে আইডলের ৯৫ তম জন্মদিনটা এই বছরও ধুমধাম করেই উদযাপন করলেন উত্তমপ্রেমীরা। উত্তম কুমারের জন্মদিন ছাড়াও সেপ্টেম্বরের ৩ তারিখের কিন্তু অন্য গুরুত্বও আছে। এদিনই জন্মেছিলেন বাংলা ছবির আইকোনিক চরিত্র ‘গুপী’-র অভিনেতা অর্থাৎ তপেন চট্টোপাধ্যায়। ১৯৩৮সালের ৩ সেপ্টেম্বর জন্ম তপেন চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন : পাশে দাঁড়ালেন দীপিকা
পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলেন তপেন বাবু। চাকরি জীবন শুরু করেন রাজস্থানের বিকানীরে। সেখানে বছর দুয়েক চাকরি করার পর কলকাতায় ফেরেন তপেন চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায় সম্পাদিত ‘সন্দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন তপেনবাবু। ‘গুপী গায়েন বাঘা বায়েন’ ছবির জন্য গ্রাম্য সিধেসাধা ছেলে খুঁজছিলেন সত্যজিৎ বাবু। সেই সময়ে হঠাৎ-ই একদিন সত্যজিতের বাড়ি আসেন তপেনবাবু। তাঁকে দেখেই নিজের ছবির ‘গুপি’কে পেয়ে যান সত্যজিৎ রায়। ‘বাঘা’ রবি ঘোষের পাশে আজও সমুজ্জ্বল তপেন চট্টোপাধ্যায় ওরফে ‘গুপী’ ।
ফিল্মি কেরিয়ারে ১৮টির বেশি ছবি নেই তাঁর। তবু যেটুকু অভিনয় করেছেন তাতেই সোনা ফলিয়েছেন তপেন চট্টোপাধ্যায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁর নিজের কাকা।ব্যক্তিগত জীবনে নিপাট ভদ্রলোক, আমুদে মানুষ ছিলেন তপেন। ক্লাই এইটে পড়তে পড়তেই মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন গ্রুপ থিয়েটারেও। তপেন বাবু ছিলেন বিজ্ঞাপন জগতের মানুষ ।জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাড এজেন্সিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি পাশাপাশি দেশ- বিদেশে স্বীকৃতি পেয়েছে তাঁর অভিনীত ছবি।
আজ যেমন উত্তম কুমার এবং তপেন চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকি তেমনই আজকের দিনটিতেই কিন্তু চলে গেছেন বাংলা চলচ্চিত্র জগতের আর এক জনপ্রিয় শিল্পী অনুপ কুমার। ১৯৯৮ সালের আজকের দিনে প্রয়াত হন তিনি।অভিনয় জীবন শুরু করেছিলেন মঞ্চ থেকেই। প্রখ্যাত নট শিশির কুমার ভাদুড়ির কাছে অভিনয় শিখেছিলেন অনুপ কুমার। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘হালখাতা’। বাঙালির মনে অনুপ কুমার মানেই কমিক রিলিফ। ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘দাদার কীর্তি’-তে অনুপ কুমারের অভিনয় ভোলার নয়। রবি ঘোষের প্রয়াণে তিনি সত্যজিৎ-এর ফেলুদা-র জটায়ুর চরিত্রেও অভিনয় করেছেন।প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের শ্যালক ছিলেন অনুপ কুমার।১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে কাশীপুর থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি । ভোটে না জিতলেও সিনেমাপ্রেমী বাঙালির কাছে আজও সমান প্রাসঙ্গিক অনুপ কুমারের অভিনয়।
আরও পড়ুন : টেলিভিশন অ্যাওয়ার্ড বাতিল